#কলকাতা: বিজেপির রথযাত্রা নিয়ে দড়ি টানাটানির মধ্যেই রাজ্যে আরএসএস প্রধান মোহন ভাগবত ৷
আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় আরএসএস কর্মীদের কর্মসূচি স্থির করতেই বাংলা সফরে ভাগবত ৷ গতকাল অর্থাৎ বুধবার কলকাতায় আসেন আরএসএস প্রধান ৷ ২ দিন ধরে আরএসএস কর্মীদের সঙ্গে গোপনে বৈঠক করবেন ভাগবত ৷ সম্ভবত আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গেও বৈঠক করতে পারেন আরএসএস প্রধান ৷ উঠে আসতে পারে বিজেপির রথযাত্রা প্রসঙ্গও ৷ কানাঘুষো এমনটাই শোনা যাচ্ছে ৷
যেখানে যার শক্তি বেশী, সেখানে সেই সংগঠন সভা, সম্মেলন করুক ৷ যেখানে এককভাবে তা করা সম্ভব, সেখানে আলাদা আলাদা ভাবে সভা করবে ৷ তা সভা, সম্মেলন বেশী করা যাবে ৷ যেখানে তা সম্ভব নয় ৷ সেখানে যৌথভাবে সংঘের সব অনুগামী এবং সংগঠকদের নিয়ে সভা হবে ৷ যৌথ সভা হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে হবে ৷ এটাই আরএসএসের নির্দেশ ৷ হিন্দু জাগরণ মঞ্চ আর ভিএইচপি সংগঠনগতভাবে আলাদা ৷ প্রথমে শহিদ মিনারের এই কর্মসূচি ছিল ভিএইচপির ৷ পরে কলকাতায় বড় সভা করার লক্ষ্যে হিন্দু জাগরণ মঞ্চ-সহ সংঘ পরিবারকে নিয়ে করার সিদ্ধান্ত হয় ৷ ডিসেম্বরের গোড়া থেকেই মাসব্যাপী রাজ্যের জেলায় জেলায় হিন্দু সম্মেলন করছে ভিএইচপি ৷
প্রসঙ্গত, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে গো-হারা হেরেছে বিজেপি ৷ সেই কারণে লোকসভা নির্বাচনকে টার্গেট করে ফের হিন্দুত্ব এবং রামমন্দির তৈরি নিয়ে জিগির তুলতে চলেছে আরএসএস ৷
গত সোমবার শিলিগুড়িতে আসেন মোহন ভাগবত ৷ উত্তরবঙ্গে দু’দিন আরএসএসের সাংগঠনিক কাজেই ব্যস্ত ছিলেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Hindu sammelon, Mohan Bhagwat, RSS, Shahid Minar