#কলকাতা: একে লকডাউন, তার উপর খারাপ আবহাওয়া। দুইয়ের জেরে সমুদ্রে এবার কম নেমেছে ট্রলার। তাই কলকাতার বাজারে ইলিশের আমদানি এবার বেশ কম।
পাতিপুকুর বাজারে ইলিশ প্রায় অমিল। শুক্রবার ভোর রাতে ডায়মণ্ড হারবার থেকে এসেছে ১০-১২ ক্রেট ইলিশ। ৪০০ -৫০০ গ্রাম ওজন মাছের দাম প্রতি কেজি ৬৫০ টাকা।
ইলিশ হাতে নিয়েও দামের জেরে কিনছেন না অনেকেই।
কোলে মার্কেটে বৃহস্পতিবার থেকেই ঢুকছে ইলিশ। পাতিপুকুরের থেকে দাম ৫০-৬০ টাকা কম হওয়ায় কিনছেনও ক্রেতারা। তবে পাইকারি বিক্রেতাদের একাংশের দাবি, লোকশান করেই মাছ বিক্রি করছেন তারা ৷ এক পাইকারি বিক্রেতা জানিয়েছে, ৬৩০ টাকা কিলো কিনে ৬০০ টাকা বেচছি। যারা মাছ আনছে, অনেকের লস হচ্ছে।
বর্ষা আসতেই খুচরো বাজারে অনেকেই খুঁজছেন ইলিশ। তাঁদের জন্যই পাইকারি বাজার থেকে চড়া দামে ইলিশ কেনার সাহস দেখাচ্ছেন খুচরো বাজারের মাছ বিক্রেতারা।
আড়তে মাছের আমদানি বাড়লে কিছুটা কমতে পারে ইলিশের দাম। আরও এক সপ্তাহ পর মাছের জোগান বাড়বে বলেই আশাবাদী মাছ বিক্রেতারা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hilsa, Hilsa in Kolkata Market, Kolkata