• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • আদবনির ব্লগ: তাহলে কি আদবানি-যোশী বনাম মোদি-অমিত শাহ ?

আদবনির ব্লগ: তাহলে কি আদবানি-যোশী বনাম মোদি-অমিত শাহ ?

 • Share this:

  #নয়াদিল্লি: লোকসভা ভোটের মুখে ৫০৯ শব্দের এক বিস্ফোরক ব্লগে নরেন্দ্র মোদি, অমিত শাহের দলের উদ্দেশ্যেই দিলেন বিশেষ বার্তা, ‘দেশ আগে, দল পরে, ব্যক্তি শেষে’ ৷ একসময়ের দাপুটে প্রবীণ নেতাকে প্রার্থী পদের তালিকা থেকে ব্রাত্য রেখেছে দল ৷ ৯১ বছর বয়সী এই লৌহপুরুষ বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ছিলেন নীরব ৷ পাওয়া যায়নি কোনও প্রতিক্রিয়া ৷ এবার সেই পথেই পা বাড়ালেন মুরলি মনোহর যোশী ৷

  বারাণসী লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন না মুরলি মনোহর যোশী ৷ তবে, এখনও বারাণসী কেন্দ্র থেকে লড়াইয়ের জন্য কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলছেন যোশী ৷ পাশাপাশি, মোদি-শাহের বিরুদ্ধে তীব্র সমালোচনায় মুরলি মনোহর যোশী ৷ মোদি শিবির বরাবরই পুঁজিবাদের নামে যে ফানুস উড়িয়েছে, তাকেই যোশী তুলে ধরতে চান ৷ সঙ্গে তুলে ধরতে চান রাজনের ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডও ৷

  প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে মোদি-শাহ জুটিকে যথেষ্ট বিপাকে ফেলেছে আদবানি-যোশী ৷ এমনটাই মত রাজনৈতিক মহলের ৷ বিজেপির সাধারণ সম্পাদক রাম লালকে সোজাসাপ্টা যোশী বলেছেন, ‘তুমি এক জন বাহক শুধুমাত্র ৷ মোদি এবং অমিত শাহ-কে আমার মুখোমুখি আসতে বল ৷ এর ঠিক দু’দিন পরেই কানপুরে জনতাদের উদ্দেশে একটি চিঠিতে লেথেন বিজেপি চায়না সে নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ান ৷’

  First published: