কলকাতা: মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়েও বিশেষ সতর্ক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনের ব্যবহার নিয়ে আরও বাড়তি পদক্ষেপ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানা গিয়েছে, পরীক্ষাকেন্দ্রে ফোন নিয়ে ঢোকা আটকাতে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে ব্যবহার করা হচ্ছে মেটাল ডিটেক্টর। পাশাপাশি, অতি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলিতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "পায়লট প্রজেক্ট হিসাবে আমরা অতি স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহার করব। পরীক্ষা কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন আটকানোর পাশাপাশি ইলেকট্রনিক ডিভাইসও যাতে আটকানো যায়, তার জন্যই এই রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহারের ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য জয়েন্ট বোর্ড এই ধরনের পদ্ধতি ব্যবহার করে। আমরা সেটাই এবার পাইলট প্রোজেক্ট হিসাবে শুরু করছি।"
আরও পড়ুন: 'হিন্দি জানেন?' প্রশ্ন করলেন বিচারক, অনুব্রত মণ্ডল উত্তর দিলেন ইশারায়
স্পর্শকাতর বা অতীত স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর বা রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহার করা হলেও সাধারণ পরীক্ষা কেন্দ্রগুলির ক্ষেত্রে পরীক্ষার্থীদের কয়েক দফায় তল্লাশি চালানোর বন্দোবস্ত থাকবে। পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় পরীক্ষাকেন্দ্রের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের চেক করবেন। দেখা হবে, তাঁরা মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকছেন কি না।
এরপর পরীক্ষার্থীরা পরীক্ষার হলে ঢুকলে দায়িত্বপ্রাপ্ত নজরদারি শিক্ষক শিক্ষিকারাও এটা নিশ্চিত করবেন ঘরের ভেতরে কেউ মোবাইল ফোন নিয়ে রয়েছেন কি না। প্রয়োজনে ঘরের ভিতরেও তল্লাশি চালাবেন নজরদারির দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষিকারা।
আরও পড়ুন: ৮৯ মিনিটের মাথায় তালিকা প্রকাশ, আদালতের নির্দেশে বাতিল Grp-C এর ৮৪২ জনের চাকরি
আগামী ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হওয়া নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। এবার তাই আগেভাগেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে মোবাইল ফোনের ব্যবহার আটকাতে চায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
অন্যদিকে, সংসদ জানিয়েছে, শুধুমাত্র ভেনু সুপারভাইজারদের মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি রয়েছে। যখন প্রশ্নপত্র খোলা হবে, তখন কেউ মোবাইল ফোন নিয়ে ভিতরে থাকতে পারবেন না। ভেনু সুপারভাইজারের নির্দেশ সত্ত্বেও যদি কেউ মোবাইল ফোন ব্যবহার করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভেনু সুপারভাইজারদের বিশেষ ক্ষমতা দেওয়া থাকবে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।