হোম /খবর /কলকাতা /
ঐতিহাসিক রায়! এবার সমান মূল বেতন পাবেন স্কুলের পার্টটাইম শিক্ষকরাও

ঐতিহাসিক রায়! এবার সমান মূল বেতন পাবেন স্কুলের পার্টটাইম শিক্ষকরাও

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

এই রায়ে রাজ্যের সব আংশিক সময়ের শিক্ষকেরই বেসিক পে বা মূল বেতন স্থায়ী শিক্ষকদের হারেই হবে।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: সমান কাজে সমান বেতন। এই ছিল মামলার মূল আবেদন। শিক্ষাক্ষেত্রে দুই পার্টটাইম টিচারের করা এই মামলায় ব্যাকফুটে গেল রাজ্য সরকার। বুধবার কলকাতা হাইকোর্ট জানায়, ওই দুই শিক্ষককে একই স্কেলে বেসিক পে দিতে হবে। এই বকেয়া দেওয়ার জন্যে রাজ্যকে চার সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। এই রায়ের নির্যাস, এই রায়ে রাজ্যের সব আংশিক সময়ের শিক্ষকেরই বেসিক পে বা মূল বেতন স্থায়ী শিক্ষকদের হারেই হবে।

বর্ধমানের দুই হাইস্কুল শিক্ষক অনির্বান ঘোষ ও বরুণকুমার ঘোষ ২০১৯ সালে হাইকোর্টের সমান কাজে সমান বেতন-শীর্ষক রায়কে হাতিয়ার করকে লড়াই শুরু করেছিল। পাশাপাশি তাকে চ্যালেঞ্জ করে ডিভিশান বেঞ্চেও যায় রাজ্য। কিন্তু বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ রায় দেয় ওই দুই শিক্ষকের পক্ষেই। বলা হয়, তাঁরা আংশিক হোন বা পূর্ণসময়ের হোন, আদতে শিক্ষকতাই করেন। কাজেই তাদের মূল বেতনে সমান পরিমাণ টাকা দাবি করা অনায্য কিছু নয়।

রাজ্যের যুক্তি ছিল তাঁরা এসএসসি দেননি। এই দাবি মানতে চায়নি ডিভিশান বেঞ্চ। দুই শিক্ষককেই বেতনবাবদ বকেয়া মিটিয়ে দিতে ৪ সপ্তাহ সময় দেওয়া হয়।

Published by:Arka Deb
First published:

Tags: High Court, Scholl teachers