#কলকাতা: ভাঙড়কাণ্ডে ফের অস্বস্তিতে রাজ্য। খুনের ঘটনার তদন্তের অগ্রগতি জানাতে এবার ADG CID-কে তলব করল হাইকোর্ট। দশই মে তদন্তের রিপোর্ট সহ হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিন মাস পরও খুনি ধরা না পড়ায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি জয়মাল্য বাগচি। সতেরোই জানুয়ারি পাওয়ার গ্রিডের বিরোধিতায় অশান্ত হয়ে ওঠে ভাঙড়। জনতা-পুলিশ সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দু’জনের। কিন্তু তিন মাস কেটে গেলেও ধরা পড়েনি খুনি। সিআইডি-র তদন্তের অগ্রগতি কী? তা জানতে চেয়ে সরকারি আইনজীবীকে প্রশ্নবানে জর্জরিত করলেন বিচারপতি জয়মাল্য বাগচি। বিচারপতির মন্তব্য, কোন পথে তদন্ত - দিনের বেলায় পুলিশের উপস্থিতিতে গুলি করে খুন, অথচ দুষ্কৃতীকে খুঁজে পাওয়া যাচ্ছে না - এটা কি তদন্তের ব্যর্থতা নয়? - কে গুলি ছুঁড়েছিল, সেই দুষ্কৃতীকে চাই - নিহতের পরিবারের সুবিচার প্রাপ্য - দুষ্কৃতীকে বিচারের আওতায় আনা উচিত - খুনির কোনও শাস্তি হবে না, এটা হতে পারে না বিচারপতির প্রশ্নে জর্জরিত হয়ে সরকারি আইনজীবী জানান, - খুনিকে চিহ্নিত করা গিয়েছে - কিন্তু স্থানীয়রা তদন্তে সহযোগিতা করছেন না - এলাকা অশান্ত হওয়ায় তদন্তে সমস্যা হচ্ছে আইনজীবীর এই সওয়ালে বিচারপতি বাগচি ক্ষুব্ধ হয়ে বলেন, - দেশে এমন একটা আইন দেখান, যা অশান্ত এলাকায় নির্বিচারে খুন করাকে স্বীকৃতি দেয় - সাক্ষীর নিরাপত্তা সুনিশ্চিত করা রাজ্যের কর্তব্য - সন্দেহজনক খুনি যদি এলাকার দাপুটে কেউ হয়, তাহলে স্থানীয়রা মুখ খুলবেন না এটাই স্বাভাবিক - রাজ্য যদি তাঁদের ভরসা দিতে না পারে, তাহলে আইনের শাসন কী থাকল? এরপরই তদন্তের অগ্রগতি জানাতে ১০ই মে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ADG CID-কে। মানুষ না চাইলে পাওয়ার গ্রিড হবে না। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরও স্বাভাবিক হয়নি ভাঙড়। এখন দেখার ভাঙড়ের আইনশৃঙ্খলা ফেরাতে কী ভূমিকা পালন করে প্রশাসন। আর কবে বিচার পায় নিহতের পরিবার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Bhangar, Calcutta High Court, CID