#কলকাতা: আবারও অস্বচ্ছতার অভিযোগ। আবারও নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের। ফের আদালতে ধাক্কা খেল রাজ্য। তবে স্কুল সার্ভিস কমিশন নয় এবার আদালতের নিশানায় মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছেন কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা। এই নির্দেশের ফলে রাজ্যে প্রায় ১০০০ চাকরির ভবিষ্যৎ প্রশ্নের মুখে।
কনজারভেন্সি মজদুর হিসেবে ১০০০ শূন্যপদে নিয়োগের জন্য গত বছর সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন৷ গত এপ্রিল মাস থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়৷ মামলাকারীদের পক্ষে প্রণব মণ্ডল সহ একাধিক পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টে আবেদন করে নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ আনেন ৷
এক্সেমপটেড ক্যাটাগরি' নিয়ম না মানা, রাজ্য শ্রম দফতরের নির্দেশিকা বিরোধী নিয়োগ নিয়ে এ দিন অসন্তোষ প্রকাশ করে আদালত ৷ মামলাকারীদের আইনজীবীর অভিযোগ, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের এই বিজ্ঞপ্তির ছত্রেছত্রে অনিয়ম।
মামলাকারীদের আইনজীবী কল্লোল বসু বলেন, ' এক্সেম্পটেড ক্যাটেগরিতে কারা সুবিধে পাবেন, তা নিয়ে রাজ্যের শ্রম দফতরের নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে৷ অথচ নিয়োগ প্রক্রিয়া সেইসব কিছুই মানা হয়নি। আদালত আমাদের যুক্তি মেনে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় লাগাম টেনে দিয়েছে।' আগামী ১১ ফেব্রুয়ারি মামলাটি শুনানির জন্য উঠবে৷
Arnab Hazra