#কলকাতা: 'কাঁথির প্রশাসক অপসারণের বিজ্ঞপ্তি বিধি মেনে হয়নি৷' জনস্বার্থ মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের।
মহম্মদ মসিরুদ্দিন নামে এক ব্য়ক্তির জনস্বার্থ মামলায় ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন করে আদালতের কাছে জানান, ৩০ ডিসেম্বর কাঁথি পৌরসভায় পুর প্রশাসককে অপসারণ করে নতুন প্রশাসক বসানো হয়েছে।
পুর দফতরের এমন মনোভাবেই স্পষ্ট কাঁথি পুরসভায় নির্বাচন না করে রাজনৈতিক ভাবে অনুগতদের প্রশাসক পদে নিযুক্ত করা হবে। এ বিষয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের হস্তক্ষেপের আবেদন করা হয়৷
গত মঙ্গলবার সৌম্যেন্দু অধিকারীকে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ সেই বিজ্ঞপ্তি নিয়ম মেনে জারি হল বলে এ দিন জানিয়ে দিল হাইকোর্ট৷ ফলে অস্বস্তিতে পড়ল রাজ্য সরকার৷
রাজ্যের অতিরিক্ত এডভোকেট জেনারেলের বক্তব্য জানার পর, পর্যবেক্ষণে ডিভিসন বেঞ্চ জানায়, 'কাঁথি পুরসভার প্রশাসক অপসারণ বিজ্ঞপ্তি বিধি মেনে হয়নি। তাই অবৈধ বিজ্ঞপ্তির উপরে কোনও হস্তক্ষেপ আদালত করবে না। মামলাকারীকে অনুমতি দেওয়া হল আইন মেনে প্রশাসক পদে বিজ্ঞপ্তি এলে তা হাইকোর্টের নজরে আনার৷'
হাইকোর্টের এই পর্যবেক্ষণে হাত আরও শক্ত হল সৌম্যেন্দু অধিকারীর। বৃহস্পতিবার সকালেই বিচারপতি অমৃতা সিনহার কাছে আবেদন রাখেন সৌমেন্দু অধিকারীর আইনজীবী। রাজ্য পুর দপ্তরের নির্দেশিকায় রাতারাতি প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয় সৌম্যেন্দু অধিকারীকে। এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে মামলার অনুমতি চাওয়া হয় সৌম্যেন্দুর তরফে। সৌমেন্দু অধিকারীকে মামলার অনুমতি দিয়েছে হাইকোর্ট। আগামী ৪ জানুয়ারি সৌম্যেন্দু অধিকারীর আবেদনের শুনানি হওয়ার কথা।
Arnab Hazra