corona virus btn
corona virus btn
Loading

রামনবমী উদযাপনের অনুমতি নিয়ে হাইকোর্টে ভর্ৎসিত দক্ষিণ দমদম পুরসভা

রামনবমী উদযাপনের অনুমতি নিয়ে হাইকোর্টে ভর্ৎসিত দক্ষিণ দমদম পুরসভা

দক্ষিণ দমদম পুরসভাকে ভর্ৎসনা করে, লেকটাউনে রামনবমী পালনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

  • Share this:

#কলকাতা: রামনবমী উদযাপনের অনুমতি নিয়ে টালবাহানার কারণে কলকাতা হাইকোর্টে ভর্ৎসিত হল দক্ষিণ দমদম পুরসভা ৷ আবেদনকারীদের সওয়াল শোনার পর মঙ্গলবার পুরসভাকে ‘উদাসীন-অলস’ বলে তিরস্কারও করেন বিচারপতি হরিশ ট্যান্ডন ৷ সময়ে আবেদন করলেও দমদম পুরসভা রামনবমী পুজোর অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রামনবমী উদযাপন সমিতি ৷

দক্ষিণ দমদম পুরসভাকে ভর্ৎসনা করে, লেকটাউনে রামনবমী পালনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। প্রতিবছরই লেকটাউনে যশোর রোড সংযোগস্থলে রামনবমীর আয়োজন করা হয়। গতবছরও অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এবছর দক্ষিণ দমদম পুরসভার পুজোর অনুমতি না দেওয়ায় হাইকোর্টে মামলা করে, লেকটাউন রামনবমী উন্নয়ন সমিতি। বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চের প্রশ্ন, একই জায়গায় মঞ্চ গড়ে অনেক পুজো ও সভা হয়। তাহলে এবছর রামনবমীর অনুমতি দেওয়া হয়নি কেন? যদিও এসব প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি পুরসভার তরফে।

এদিন আদালত কক্ষে বিচারপতি হরিশ ট্যান্ডন দক্ষিণ দমদম পুরসভার ভূমিকার চুড়ান্ত সমালোচনা করেন ৷ রামনবমী উপলক্ষে অনুমতি দিতে গড়িমসিকে ইচ্ছাকৃত বলে অভিযোগ করেন বিচারপতি ৷ তিনি বলেন, ‘পুরসভার আচরণ দুর্ভাগ্যজনক ৷ পুরসভা উদাসীন ও অলস ৷ আরও একাধিক মঞ্চ হয়েছে, কটা মঞ্চের অনুমতি দিয়েছে পুরসভা? অনুমোদন দিতে অযথা দেরি করা যুক্তিহীন ৷ পুরসভার দাবিও ভিত্তিহীন ৷ রামনবমী উদযাপনে পুরসভার আপত্তি কেন? অন্য পুজো ও উৎসবের ক্ষেত্রে পুরসভার কী ভূমিকা? গত বছরও রামনবমীর অনুমতি ৷ একই জায়গায় অনুমতি দেয় পুরসভা ৷ এ বছর অনুমোদন নয় কেন?’

এরপরই রামনবমী উদযাপন সমিতিকে পুজোর আয়োজন করতে কোনও বাধা নেই বলে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট ৷

First published: April 4, 2017, 6:27 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर