#কলকাতা: আজ মেগা ফ্রাইডে। বিধানসভা নির্বাচনের ২৯৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই জল্পনা ছিল এই বার প্রার্থী তালিকায় থাকবে বহু নতুন ও যুবা মুখ। সদ্যই তৃণমূলে যোগ দিয়েছেন চলচ্চিত্র ও টেলিভিশন জগতের একঝাঁক তারকা। যোগ দিয়েছেন ক্রীড়া জগতের মনোজ তিওয়ারিও। এই তারকারা কোন এলাকা থেকে দাঁড়াবে তা নিয়ে প্রথম থেকেই মানুষের কৌতুহল ছিল তুঙ্গে।
দেখে নেওয়া যাক তৃণমূল শিবিরের তারকারা কোথায় প্রার্থী হলেন-
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়- বাঁকুড়া,
জুন মালিয়া- মেদিনীপুর
লাভলি মৈত্র- সোনারপুর দক্ষিণ
কৌশানী মুখোপাধ্যায়- কৃষ্ণনগর উত্তর
রাজ চক্রবর্তী- বারাকপুর
মনোজ তিওয়ারি- শিবপুরে
সায়নী ঘোষ- আসানসোল দক্ষিণ
সোহম চক্রবর্তী- চণ্ডীপুর
কাঞ্চন মল্লিক- উত্তরপাড়া
চিরঞ্জিত চক্রবর্তী- বারাসাত
অদিতি মুন্সী- রাজারহাট- গোপালপুর
প্রসঙ্গত, এদিন প্রার্থী ঘোষণার শুরুতেই মমতা বলেন, তিনি ২৯১ টি আসনে তিনি প্রার্থী দাঁড় করিয়েছেন। বাকি তিনটি আসন দার্জিলিং ও কালিম্পং এর 'বন্ধুদের জন্য' ছেড়ে দিয়েছেন তিনি।