Home /News /kolkata /
বর্ষার প্রথম দিনেই কলকাতা ভেনিস! জেনে নিন, শহরের কোথায় কতটা বৃষ্টি হল

বর্ষার প্রথম দিনেই কলকাতা ভেনিস! জেনে নিন, শহরের কোথায় কতটা বৃষ্টি হল

আগামী ৩ ঘণ্টায় উত্তরবঙ্গের ৬ জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ প্রতীকী ছবি ৷

আগামী ৩ ঘণ্টায় উত্তরবঙ্গের ৬ জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ প্রতীকী ছবি ৷

বর্ষার প্রথম দিনেই কলকাতা ভেনিস! জেনে নিন, শহরের কোথায় কতটা বৃষ্টি হল

 • Share this:

  #কলকাতা: আজ রাজ্যে বর্ষা ঢুকল আর বর্ষার প্রথম দিনেই কলকাতা ভেনিস! দুপুর থেকেই আকাশের মুখ ভার ছিল। কিছুক্ষণের মধ্যেই শুরু হল বাঁধভাঙা বৃষ্টি। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত পামার ব্রিজে বৃষ্টি হয়েছে ৬২ মিমি, নিউ মার্কেটে ১৫.২৪ মিমি, বালিগঞ্জে ৮৪ মিমি, পাটুলিতে ৪৬.২৩ মিমি, জোকায় ৫৮.১৭ মিমি, আলিপুরে ১৩.৬৪ মিমি, ইএম বাইপাসে ৫২.৩২ মিমি, উল্টোডাঙায় ৪৪.২০, ধাপায় ৭৪ মিমি, চৌবাঘায় ৬৩.২৫ মিমি, বেহালায় ৫৫ মিমি ও জোড়া ব্রিজে ৫৯.৬৯ মিমি।

  বৃষ্টির জেরে শহরের বেশ কয়েক জায়গায় গাছ পড়ে গিয়েছে। জলমগ্ন পার্ক সার্কাস, ইএম বাইপাস সহ কলকাতার বিভিন্ন এলাকায় ৷ ফলে, সৃষ্টি হয়েছে যানজটের! বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। ক্রমশ উত্তর ও পশ্চিম দিকে এগোচ্ছে নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই ভারী বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

  এবার প্রথা ভেঙে উত্তরের আগেই বর্ষা এয়েছে দক্ষিণে ৷ তবে, উত্তরবঙ্গেও জারি হয়েছে বৃষ্টির সতর্কবার্তা! ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিঙ, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। মালদহ ও দুই দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবআওয়া দফতর। সিকিমেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

  First published:

  Tags: Detailed report of rainfall, Heavy Rainfall, Kolkata, Kolkata Rainfall, Monsoon

  পরবর্তী খবর