#কলকাতা: ওড়িশা এবং এ রাজ্যের পূর্ব মেদিনীপুরে তাণ্ডব চালিয়ে ইয়াস আপাতত ঝাড়খন্ডমুখী৷ আর তার জেরেই আগামিকাল, বৃহস্পতিবার রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে৷ একই সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়৷ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং মালদহতেও৷ অন্যদিকে ইয়াসের দাপটে এ দিন রাত থেকেই ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ আগামিকাল ঝাড়খণ্ড এবং বিহারের একাংশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷ কয়েক জায়গায় অতি প্রবল বর্ষণের সতর্কবার্তাও জারি করা হয়েছে৷
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, ওড়িশায় আঘাত হানার পর ঝাড়খন্ডের দিকে চলে যাবে ইয়াস৷ যার ফলে পূর্ব মেদিনীপুর ছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় ঝড়ের দাপট তুলনামূলক ভাবে অনেকটাই কম হবে বলেও জানিয়েছিল হাওয়া অফিস৷ বাস্তবে হয়েছেও তাই৷ যদিও, ঝড়ের সঙ্গে পূর্ণিমার কোটালে জলস্তর বেড়ে পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগণার উপকূলবর্তী বহু এলাকা প্লাবিত হয়েছে৷ তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ইয়াসের জেরে রাজ্যে তৈরি হওয়া দুর্যোগের পরিস্থিতি বৃহস্পতিবারের আগে কাটছে না৷ তবে বৃহস্পতিবার যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, সেখানেও আগে থেকে সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cyclone Yaas, Weather Alert