• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • বৃষ্টি হবে কী ? উল্টোরথের মেলায় যাওয়ার আগে জেনে নিন পূর্বাভাস

বৃষ্টি হবে কী ? উল্টোরথের মেলায় যাওয়ার আগে জেনে নিন পূর্বাভাস

একে রবিবার, তায় উল্টোরথ ৷ সব মিলিয়ে জমজমাট ছিল ছুটির দিনটা ৷ মেলায় গিয়ে পাঁপড় ভাজা-জিলিপি খাওয়ার প্ল্যানও কষা ছিল আগে থেকেই ৷ কিন্তু সকাল থেকেই আকাশের চরিত্র জানিয়ে দিচ্ছে সেই পরিকল্পনায় আপাতত এক ঘড়া ঠাণ্ডা জল ৷

একে রবিবার, তায় উল্টোরথ ৷ সব মিলিয়ে জমজমাট ছিল ছুটির দিনটা ৷ মেলায় গিয়ে পাঁপড় ভাজা-জিলিপি খাওয়ার প্ল্যানও কষা ছিল আগে থেকেই ৷ কিন্তু সকাল থেকেই আকাশের চরিত্র জানিয়ে দিচ্ছে সেই পরিকল্পনায় আপাতত এক ঘড়া ঠাণ্ডা জল ৷

একে রবিবার, তায় উল্টোরথ ৷ সব মিলিয়ে জমজমাট ছিল ছুটির দিনটা ৷ মেলায় গিয়ে পাঁপড় ভাজা-জিলিপি খাওয়ার প্ল্যানও কষা ছিল আগে থেকেই ৷ কিন্তু সকাল থেকেই আকাশের চরিত্র জানিয়ে দিচ্ছে সেই পরিকল্পনায় আপাতত এক ঘড়া ঠাণ্ডা জল ৷

 • Share this:

  #কলকাতা: একে রবিবার, তায় উল্টোরথ ৷ সব মিলিয়ে জমজমাট ছিল ছুটির দিনটা ৷ মেলায় গিয়ে পাঁপড় ভাজা-জিলিপি খাওয়ার প্ল্যানও কষা ছিল আগে থেকেই ৷ কিন্তু সকাল থেকেই আকাশের চরিত্র জানিয়ে দিচ্ছে সেই পরিকল্পনায় আপাতত এক ঘড়া ঠাণ্ডা জল ৷ কারণ বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ ৷ তার জেরে গতকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণের বেশিরভাগ জেলাতেই শুরু হয়ে গিয়েছে প্রবল বৃষ্টি ৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও সারাদিনই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলী এবং ঝাড়গ্রামে ৷ মাঝারী থেকে ভারী বৃষ্টি হবে কলকাতা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান ও পুরুলিয়াতে। অন্যজেলাতেও হালকা থেকে মাঝারী বৃষ্টি হতে পারে জানিয়েছে হাওয়া অফিস ৷ তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি কমলেই অস্বস্তি আবারও বাড়বে বলে জানাচ্ছে আলিপুর ৷

  আরও পড়ুন: আপনার কপালেই লুকিয়ে আপনার ভাগ্য, কী করে বুঝবেন জেনে নিন

  হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট হয়েছে নিম্নচাপ ৷ সমুদ্র থেকে ক্রমশ স্থলভাগের দিকে এগোচ্ছে সেই নিম্নচাপ ৷ ফলে ওড়িশা উপকূলে শুরু হয়েছে প্রবল বৃষ্টি ৷ দিঘা ও ওডিশার মাঝামাঝি এলাকা দিয়ে শনিবার সন্ধ্যায় রাজ্যে ঢুকেছে এই নিম্নচাপ ৷ ফলে দিঘা, মন্দারমনি, তাজপুর, তালসারি, উদয়পুর সমুদ্রসৈকতে কড়া সতর্কতা জারি হয়েছে ৷ আগামী ২৪ ঘন্টা পর্যটকদের সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

  First published: