#কলকাতা: মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টি দক্ষিণবঙ্গে। শনিবার কিছুটা কমলেও রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। সোম-মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে নিবিড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। এক টানা বৃষ্টিতে বাড়বে দক্ষিণবঙ্গের নদীর জলস্তর। রবিবার নিম্নচাপের প্রভাবে উপকূলের জেলায় ঝোড়ো হাওয়া বইবে। সর্তকতা জারি সমুদ্রসৈকতে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের ৷
একের পর এক নিম্নচাপের প্রভাব। সক্রিয় মৌসুমী অক্ষরেখা। সুস্পষ্ট নিম্নচাপ আরও পশ্চিমে সরে পূর্ব মধ্যপ্রদেশ ও উত্তর ছত্তিসগড় এলাকায় অবস্থান করছে। ক্রমশ দুর্বল হয়ে এটি আরও পশ্চিমে পশ্চিম মধ্য প্রদেশের দিকে সরে যাবে। নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রবিবার। জোড়া নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
আজ, শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়। দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদীয়া, হাওড়া, হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায়।
শনিবার সারাদিন মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টির দক্ষিণবঙ্গ জুড়ে। দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস।
সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা। উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো হাওয়া বইবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি উপকূলের জেলা ও পশ্চিমের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে।
মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে। দিনভর বৃষ্টি দু-এক পশলা ভারী বৃষ্টি হবে কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই।