• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • গভীর হচ্ছে নিম্নচাপ! আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

গভীর হচ্ছে নিম্নচাপ! আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

News 18 bangla Creative

News 18 bangla Creative

গত দু’দিন ধরে ভারী বৃষ্টিতে ভাসছে শহর এবং শহরতলী ৷ আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড ও ওড়িশার সীমানা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর একটি নিম্নচাপ রেখা তৈরি হয়েছে।

 • Share this:

  #কলকাতা: গত দু’দিন ধরে ভারী বৃষ্টিতে ভাসছে শহর এবং শহরতলী ৷ আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড ও ওড়িশার সীমানা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর একটি নিম্নচাপ রেখা তৈরি হয়েছে। সেই নিম্নচার রেখার প্রভাবেই উপকূলবর্তী অঞ্চলে বইছে প্রবল ঝোড়ো হাওয়া ৷ অন্যদিকে, নিম্নচাপ আরও প্রবল হওয়ার জেরে আগামী ২৪ ঘন্টাতে  দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে ৷

  হাওয়া অফিস জানাচ্ছে,  সোমবার পর্যন্ত নিম্নচাপ রেখাটি সক্রিয় থাকবে। যার জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে ৷ অন্যদিকে, উপকূলবর্তী এলাকাগুলিতেও সতর্কতা জারি ৷ প্রবল জলোচ্ছ্বাস হওয়ার পূর্বাভাসও রয়েছে ৷ তাই পর্যটকদের সমুদ্রে নামার উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷  উপকূলরক্ষী বাহিনীকেও সতর্ক করা হয়েছে ৷

  অবশ্য সোমবারের পর থেকে ধীরে ধীরে শক্তি হারাবে নিম্নচাপ রেখাটি ৷ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ও কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।ফলে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার জন্য ফের অস্বস্তি বাড়বে শহরবাসীর ৷

  First published: