Home /News /kolkata /

প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গেও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গেও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৫ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে সামান্য ৬.৫ মিলিমিটার।

কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৫ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে সামান্য ৬.৫ মিলিমিটার।

আজ, সোমবারও অতি ভারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গের প্রায় সব জেলা।

 • Share this:

  #কলকাতা:  আগামী ৪৮ ঘণ্টা প্রবল বৃষ্টির ‘লাল সর্তকতা’ উত্তরবঙ্গে। আজ, সোমবারও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গের প্রায় সব জেলা। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও ভারী বর্ষণের সম্ভাবনা। ব্যাপক বৃষ্টি হবে অসম, মেঘালয়-সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। সিকিমেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

  সিকিম ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নেমে পরিবহণ স্তব্ধ হতে পারে। উত্তরবঙ্গের সমতলে প্লাবনের আশঙ্কা। সেইসঙ্গে নদীর জলের স্তরও হু হু করে বাড়তে পারে আগামী চার-পাঁচ দিন।

  মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ আবারও হিমালয়ের কাছাকাছি আসছে। এর প্রভাবেই প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ ও সিকিমে। একইসঙ্গে বঙ্গোপসাগর থেকে দখিনা বাতাস দক্ষিণ-পশ্চিমে বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এর জেরে আগামী তিন-চার দিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ব্যাপক বৃষ্টির পূর্বাভাস।

  আজ, সোমবার অতিভারী বর্ষণের সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। মালদহতেও বিক্ষিপ্ত ভারী বর্ষণের সম্ভাবনা। আগামিকাল, মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হবে কোচবিহার ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস মালদহতেও।

  দক্ষিণবঙ্গের বীরভূম ,মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে সোম ও মঙ্গলবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দক্ষিণবঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: Weather Forecast, Weather Report

  পরবর্তী খবর