হোম /খবর /কলকাতা /
উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি আরও ২৪ ঘণ্টা, সোম-মঙ্গলে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি আরও ২৪ ঘণ্টা, সোম-মঙ্গলে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও

Representational Image

Representational Image

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও ২৪ ঘণ্টা। বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার পাশাপাশি উত্তরবঙ্গ লাগোয়া ও পশ্চিমের বেশ কিছু জেলায়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

উত্তরবঙ্গের সব জেলাতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রবল বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গে ওপরের জেলাগুলিতে। আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গল ও বুধবার বৃষ্টি কিছুটা কমলেও সপ্তাহান্তে আবারও উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা  রয়েছে ৷

পাশাপাশি দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় আগামিকাল, মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Weather Report