#কলকাতা: আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতিবৃষ্টির সর্তকতা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারীবৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
হাওয়া অফিসের খবর অনুযায়ী, অতি সক্রিয় মৌসুমী অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। এর ফলে উত্তর বঙ্গের জেলা গুলি, সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।
মৌসুমী অক্ষরেখা ছাড়াও রয়েছে উত্তর-দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা।উত্তর প্রদেশ থেকে দক্ষিণ ওড়িশা পর্যন্ত বিস্তৃত এই অক্ষরেখা ছত্তিশগড়ের উপর দিয়ে গিয়েছে। উত্তর-পূর্ব আরব সাগরে রয়েছে একটি নিম্নচাপ। এই সিস্টেম গুলির প্রভাবে দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলি এবং পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা।
কলকাতায় আজ, শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯২ শতাংশ।
উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা। গত ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সর্তকতা। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা এই পাঁচ জেলায়। ভারী বৃষ্টির সর্তকতা মালদহ ও উত্তর দক্ষিণ দিনাজপুরেও।
রবিবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি সতর্কতা থাকছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া বীরভূম, উত্তর ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং সোমবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সর্তকতা ৷ পাশাপাশি মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।