corona virus btn
corona virus btn
Loading

এই মরশুমে বাড়তে পারে রোগব্যাধি, সুস্থ থাকতে আগাম সতর্কতা চিকিত্সকদের

এই মরশুমে বাড়তে পারে রোগব্যাধি, সুস্থ থাকতে আগাম সতর্কতা চিকিত্সকদের

শীতের সে দিন গেছে। এখন শিমুল-পলাশের সিগনেচারে বসন্ত এসেছে। তাপমাত্রার পারদ-ও চড়েছে।

  • Share this:

#কলকাতা: শীতের সে দিন গেছে। এখন শিমুল-পলাশের সিগনেচারে বসন্ত এসেছে। তাপমাত্রার পারদ-ও চড়েছে।  কিন্তু মাঝ ফাগুনেই হঠা‍ৎ ঘূর্ণাবর্তের বৃষ্টি। উধাও রোদ। এই মরশুমে বাড়তে পারে রোগব্যাধি। সুস্থ থাকতে আগাম সতর্কতা নিতে দাওয়াই বাতলেছেন চিকিত্সকরা। এদিকে বৃষ্টিতে আলুচাষিদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর। যদিও হাসিমুখ আমচাষিদের। বুধবার থেকেই ঘূর্ণাবর্তের জেরে কখনও হালকা কখনও ভারী বৃষ্টি কলকাতা ও আশপাশের জেলাগুলিতে। শীত গেলেও হঠাৎ বৃষ্টিতে ব্যারোমিটারের পারদ একধাক্কায় নিম্নমুখী। এই আবহাওয়ায় বাড়বাড়ন্ত রোগ-ব্যাধির। সুস্থ থাকতে নিতে হবে আগাম সতর্কতা। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় পোয়াবারো ভাইরাস-ব্যাকটেরিয়ার। চিকিত্সকদের পরামর্শ, অকালবর্ষণে শরীরের যত্ন

-বৃষ্টির জল গায়ে লাগলে শুকিয়ে নিতে হবে -জল গায়ে বসলে ঠাণ্ডা লাগতে পারে -সর্দি-কাশি ও শ্বাসকষ্ট হতে পারে -হালকা গরম পোশাক হাতের কাছে রাখুন   -এখন হাম হওয়ার সম্ভাবনা থাকে -হতে পারে ভাইরাল ফিভার -৩ দিনের বেশি জ্বর হলেই চিকিত্সকের পরামর্শ নিন -প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে -চিকিত্সকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক নয় -জল ফুটিয়ে খেতে হবে -বাইরের কাটা ফল খাওয়া যাবে না -বাইরের খাবার এড়িয়ে চলাই ভাল অসময়ের বৃষ্টিতে অবশ্য চাষবাসে মিশ্রপ্রভাব পড়েছে। আম বা অন্যান্য ফল-সবজি চাষে চিন্তার তেমন কোনও  কারণ নেই। বরং, আমের মুকুলের পোকা মরে যাবে এই বর্ষায়। আশার কথা শুনিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। অন্যদিকে আলুচাষিদের মাথায় হাত। এমনিতেই আলুর ফলন বেশি হওয়ায় তেমন দাম নেই। তার উপর এই বর্ষায় মাঠেই পচে যেতে পারে আলু। বৃষ্টিতে আলুচাষে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এই মরশুমে আলু তোলার কাজ চলছে ৷ বৃষ্টিতে আলু পচনের সম্ভাবনা রয়েছে ৷ আলুর দাম কমে যেতে পারে ৷ যদিও এই বৃষ্টি আমচাষের জন্য ভাল ৷ আমের মুকুল শুকিয়ে যাওয়া থেকে বাঁচবে ৷ রোগপোকা ও ছত্রাকের প্রকোপ কমবে ৷ বৃষ্টিতে সেগুলি ধুয়ে গিয়ে আমের ফলন ভাল হবে ৷ বৃষ্টিতে সবজি চাষও ভাল হবে ৷ হঠাৎ বৃষ্টিতে সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললেই ভাল। চিকিত্সকদের মুখেও সেই পুরনো কথা, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর।

First published: March 10, 2017, 9:10 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर