#পূর্ব বড়িশা: শিক্ষিকা রোজ স্কুলে দেরি করে আসেন । এই নিয়ে কিছু বললে জোটে দুর্বব্যহার। সোমবার সকালে হেস্তনেস্ত চেয়ে অভিযুক্ত শিক্ষিকা টুটুল বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।
আরও পড়ুন : পাহাড়ে চা শিল্পের ইতিহাসে বেনজির ঘটনা
বেহালার পূর্ব বড়িশা প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। প্রধান শিক্ষক অজিত সাহু দেরিতে আসা নিয়ে সরব হলে তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। গণ্ডগোলের সময় ওই শিক্ষিকার স্বামী স্কুলে। পড়ুয়া এবং অভিভাবকদের মারধর, গালিগালাজের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
আরও পড়ুন : সম্প্রীতির নজির গড়ল সিউড়ি
হরিদেবপুর থানার পুলিশ দুজনকে আটক করেছে। টুটুল বন্দ্যোপাধ্যায়কে সাময়িকভাবে অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন জেলা প্রাথমিক মুখ্য পরিদর্শক। তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষিকাকে স্কুলে আসতে বারণ করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।