#কলকাতা: শূন্যপদে অশিক্ষক কর্মচারীদের নিয়োগের জন্য পরীক্ষার দিন ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন ৷ রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত, স্পনসরড হাই/জুনিয়র/ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে আংশিক কর্মচারীদের শূন্যপদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে সরকার ৷
সেই মতো গত ২৯ জুলাই একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করে এসএসসি ৷ আবেদনকারী চাকরিপ্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার দিন ঘোষণা করল কমিশন ৷
স্কুল সার্ভিস কমিশনের সরকারি ওয়েবসাইট- www.westbengalssc.com-এ জানানো হয়েছে , আগামী ১৯ ফেব্রুয়ারি গ্রুপ ডি পদে চাকরিপ্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে এবং গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের জন্য পরীক্ষা হবে ৫ মার্চ ৷ পরীক্ষার জন্য নির্ধারিত সময় এক ঘণ্টা ৷ দু’দিনই বেলা ১২ থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে পরীক্ষা ৷
তবে এবারের পরীক্ষার ধাঁচ ও সিলেবাসে কিছু পরিবর্তন করা হয়েছে ৷ ক্লার্ক ও গ্রুপ ডি পদের নতুন সিলেবাস দেওয়া হল নীচে ৷
গ্রুপ ডি-এর নতুন সিলেবাস
গ্রুপ সি-এর নতুন সিলেবাস
গত ২৯ জুলাই ৪,৯২৩ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশন নির্ধারিত পাঁচটি অঞ্চল বা রিজিয়ানের ক্লার্ক ডিভিশনের ১,৭০৭টি ও গ্রুপ ডি-র ৩,২১৬ টি শূন্য পদে কর্মী নিয়োগ করবে SSC ৷
পরীক্ষার্থীরা একই সাথে একাধিক পদে আবেদন করতে পারার সুবিধা ছিল ৷ তাই যাতে পরীক্ষার্থীদের কোনও অসুবিধা না হয় তার জন্য ক্লার্ক ও গ্রুপ ডি পদে আলাদা দিনে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে কমিশন ৷
কমিশন সূত্রে খবর, মাত্র ৪, ৯২৩টি শূন্য পদে আবেদনকারীর সংখ্যা প্রায় ১২ লাখ ছাড়িয়েছে ৷