corona virus btn
corona virus btn
Loading

আমফানে তছনছ কলকাতা, হাওড়া ব্রিজ থেকে ট্যাংরা, ভিডিও দেখলে চমকে উঠবেন !

আমফানে তছনছ কলকাতা, হাওড়া ব্রিজ থেকে ট্যাংরা, ভিডিও দেখলে চমকে উঠবেন !

এমন ঝড় কী কখনও দেখেছে কলকাতা? এমন তাণ্ডব কী আগে কখনও ঘটেছে শহরে? প্রবীন থেকে নবীন আমফানের চরম দৃশ্য দেখে একেবারে হতবাক ৷

  • Share this:

#কলকাতা: এমন ঝড় কী কখনও দেখেছে কলকাতা? এমন তাণ্ডব কী আগে কখনও ঘটেছে শহরে? প্রবীন থেকে নবীন আমফানের চরম দৃশ্য দেখে একেবারে হতবাক ৷ সত্যিই এরকম ঝড়ের তাণ্ডব হয়তো কলকাতাবাসী আগে দেখেনি ৷ উত্তর থেকে দক্ষিণ কলকাতা, হাওড়া জুড়ে গতকাল সন্ধে থেকে যে রূপ নিয়ে আছড়ে পড়েছিল ভয়ঙ্কর আমফান ৷ তা বার বার চোখের সামনে আসলেই হতবাক হতে হচ্ছে ৷ একে করোনার প্রকোপ, তার ওপর আমফানের মতো ঝড়ের তাণ্ডব ! কোথায় যাবে মানুষ ৷

নিউজ ১৮ বাংলার ক্যামেরাতেই ধরা পড়ল শহরে আমফানের বিভৎস চেহারার ছবি ৷ একদিকে হাওড়া ব্রিজের ওপর জল থৈ থৈ, তুমুল বেগে ঝোড়ো হাওয়া৷ অন্যদিকে ঝড়ের তাণ্ডবে নবান্নের বেহাল অবস্থা ৷ ট্যাংড়া এলাকার বাসিন্দারা ঝড় থেকে বাঁচতে আশ্রয় নিল নির্মীয়মান এক বাড়ির ভিতর ৷ ঝড়ের তাণ্ডব দেখে কলকাতাবাসীর চোখে-মুখে ভয় ! বৃহস্পতিবার সকাল হতেই ক্ষয়-ক্ষতির পরিমাণে নজর রেখেছে প্রশাসন ৷ আর কলকাতাবাসীর মুখে মুখে গতকালের সন্ধে-রাতের বিভৎসতার কথা ৷
দেখুন সেই ভিডিও----
Published by: Akash Misra
First published: May 21, 2020, 3:05 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर