#কলকাতা: কলকাতা শহরে দিন দিন বাড়ছে অঙ্গদানের সচেতনতা। যা হাসি ফুটিয়েছে চিকিৎসক থেকে সমাজবিজ্ঞানীদের। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য প্রশাসনের আরও একটি উদ্যোগ যা পূর্ব ভারতে আগে দেখা যায়নি। অঙ্গ পৌঁছে দিতে গ্রিন করিডরের ভাবনা। যার জেরে মাত্র চোদ্দো মিনিটেই বাইপাস থেকে অর্গান বক্স পৌঁছল SSKM এ।
রুপোলি পর্দায় যা দেখা গেছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার তাই করে দেখাল প্রশাসন। অঙ্গ প্রতিস্থাপনে তৈরি হয়েছিল গ্রিন করিডর। আর এই গ্রিন করিডর দিয়েই মাত্র চোদ্দো মিনিটে বাইপাসের বেসরকারি হাসপাতাল থেকে অঙ্গ চলে গেল SSKM এ।
রাত ১২.৪৪
বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল থেকে বেরোল অর্গান বক্স। দু’জন চিকিৎসক অর্গান বক্স নিয়ে রওনা হলেন SSKM এর উদ্দেশে।
রাত ১২.৪৭
স্ব-ভূমি ক্রসিংয়ে পৌঁছল কনভয়। রাস্তার দুদিকে নিরাপত্তারক্ষী মোতায়েন। গ্রিন করিডর করে দেওয়ায় সব সিগানলই ছিল সবুজ।
রাত ১২.৪৯
চিংরিহাটা ক্রসিং পার করল কনভয়। সেখানেও একই ছবি।
রাত ১২.৫১
চিংরিহাটা ছাড়িয়ে এসে মা উড়ালপুল ধরল কনভয়। অর্গান বক্স নিয়ে গ্রিন করিডরের মধ্যে দিয়ে ছুটছে কনভয়।
রাত ১২.৫৫
চার মিনিটে মা উড়ালপুল ক্রস করে পার্ক সার্কাস সেভেন পয়েন্টে পৌঁছল কনভয়। সেখানে গ্রিন করিডর ছাড়া অন্য সিগনাল লাল থাকলেও, হঠাৎই কনভয়ের সামনে চলে আসে একটি বাইক। বাইকের তিন আরোহীই হেলমেট ছাড়া অবস্থায় ছিলেন। যা ধরা পড়ল ইটিভি নিউজ বাংলার ক্যামেরায়।
রাত ১২.৫৬
এক মিনিটের মধ্যে মা উড়ালপুল থেকে AJC বোস রোড ফ্লাইওভার ধরে কনভয়।
রাত ১২.৫৮
দু’মিনিটে SSKM পৌঁছে যায় কনভয়। SSKM এও তৈরি ছিলেন চিকিৎসক থেকে নার্স, কর্মী। অর্গান বক্স পৌঁছতেই তৎপরতার সঙ্গে সেটিকে নিয়ে যাওয়া হয় SSKM এর ডায়ালেসিস ওয়ার্ডে।
এরপর দ্বিতীয় অঙ্গ অর্থাৎ যকৃত নিয়ে বেসরকারি হাসপাতাল থেকে রওনা হয় আরও একটি কনভয়। দুটো ছাব্বিশ মিনিটে রওনা হয়ে দ্বিতীয় কনভয়টি SSKM এ পৌঁছয় দুটো ছত্রিশ মিনিটে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: GREEN CORIDOR, Kolkata, Organ Donation