Sourav Guha #কলকাতা: এবার মুখ্যমন্ত্রীকে আলোচনায় আহবান জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ নিউটাউনের একটি অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখড় এসে জানান যেকোনো দিন যেকোনও সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বসতে আলোচনা করতে সেটা নবান্ন হতে পারে রাজভবন হতে পারে তার কোন আপত্তি নেই ৷ । শুক্রবার বিধানসভায় অম্বেদকর মূর্তিতে মাল্যদান করতে এসে ধনখড় বলেন ‘আলোচনাই গণতন্ত্রকে মজবুত করে। মুখ্যমন্ত্রী যেখানে যখন বলবেন আলোচনা হতে পারে । গতকালই মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন রাজ্যপাল। শুক্রবারও রাজ্যপালের গলায় ছিলো হাল্কা অনুযোগের সুর।। ধনখড় বলেন আমি গত মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।। আমি এর আগেও আলোচনা চেয়ে বহু চিঠি লিখেছি, কিন্তু তেমন সাড়া পাইনি। যেটুকু মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেছিলাম জনসমক্ষে মিডিয়ার মাধ্যমে বলেছিলাম আমার মনে হয় আলোচনার মধ্য দিয়ে সেটা সম্ভব হবে আলোচনার মাধ্যমে এক কাপ চা খেতে খেতে সমস্যার সমাধান হবে ৷ এখন বিধানসভা এবং দীঘা সমাবেশ নিয়ে ব্যস্ত আছেন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷’ এদিন সকাল ৯.৫৫ মিনিট এ বিধান্সভায় ঢোকেন রাজ্যপাল জগদীপ ধনখড়।। বিধানসভার ৩ নম্বর গেট দিয়ে ঢোকে রাজ্যপালের কনভয়।। রাজ্যপালকে স্বাগত জানাতে এদিন উপস্থিত ছিলেন বিধানসভার মার্শাল ও ডেপুটি সেক্রেটারি । গতকাল রাতেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে লিখিত ভাবে জানান, যে বিজনেস এডভাইসারি কমিটির মিটিং থাকার জন্য তিনি নিজে উপস্থিত থাকবেন না । তবে এদিন বিধানসভায় যাবতীয় আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ধনখড়। শুক্রবার, সস্ত্রীক অম্বেডকর মূর্তিতে মাল্যদানের পর ফের আরো একবার মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন ধনখড়। বলেন, অম্বেডকর ৩৭০ ধারা রাখতে চান নি। ৩৭০ ধারা বিলোপ করে বর্তমান পার্লামেন্ট যোগ্য সম্মান জানিয়েছে অম্বেডকরকে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Governor Jagdeep Dhankhar, Mamata Banerjee