#কলকাতা: রাজ্যপালের মুখে 'জয় বাংলা' স্লোগান৷ সোমবার রবীন্দ্রসদনে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ মঞ্চে রাজ্যপাল উঠতেই দর্শকাসন থেকে স্লোগান ওঠে 'জয় বাংলা'৷ সঙ্গে রাজ্যপালও বলে উঠলেন 'জয় বাংলা'৷
'জয় বাংলা' স্লোগানটি রাজ্য রাজনীতিতে খুবই চর্চিত স্লোগান৷ গেরুয়া শিবির থেকে 'জয় শ্রীরাম' স্লোগানের পাল্টা স্লোগান হিসেবে তৃণমূল কংগ্রেস জয় বাংলা স্লোগান৷ এ দিন রাজ্যপাল একটি ঢাকের প্রতিযোগিতার অনুষ্ঠানে রবীন্দ্রসদনে যান৷ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার দিতে যান তিনি৷ মঞ্চে উঠে রাজ্যপাল তাঁর বক্তব্য রাখেন৷ দর্শকাসন থেকে অনেকে চিত্কার করে বলতে শুরু করেন, রাজ্যপাল রাজনীতিমূলক বক্তব্য রাখছেন৷
এরপরই বক্তব্য শেষ হওয়ার আগেই দর্শকাসন থেকে স্লোগান ওঠে জয় বাংলা৷ হেসে ফেলেন রাজ্যপাল৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হওয়ার পর রাজ্যপাল জগদীপ ধনখড় ফের মাইকের কাছে যান৷ মাইক হাতে তিনি নিজেই পাল্টা জয় বাংলা স্লোগান দেন৷
লোকসভা নির্বাচনের পর বাংলার বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে তৃণমূল জয় শ্রীরাম স্লোগানের মাধ্যমে ধর্মীয় উস্কানি ছড়ানোর অভিযোগ তোলে। বিজেপির এই স্লোগানের পাল্টা হিসাবে স্বয়ং মমতাই জয় হিন্দ বা জয় বাংলা-র মতো স্লোগানকে এগিয়ে দেন।
আরও ভিডিও: রাজ্যপালের মুখে 'জয় বাংলা', দেখুন