#কলকাতা: হেমতাবাদের বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ট্যুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ তাঁর অভিযোগ, রাজ্যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার প্রবণতা কমার কোনও লক্ষণ নেই৷
এ দিন সকালে নিজের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ মৃত বিধায়কের পরিবারের অভিযোগ, বিজেপি বিধায়ককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে৷ পরিবারের দাবি, গতকাল রবিবার রাত ১টা নাগাদ ওই বিজেপি বিধায়ককে বাড়ি থেকে মোটরবাইকে করে কয়েকজন ডেকে নিয়ে যায়৷ এরপর আজ, সোমবার সকালে একটি বন্ধ দোকানের বারান্দা থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ৷
ট্যুইটারে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন, 'রাজ্যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার প্রবণতা কমার কোনও লক্ষণ নেই৷ হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু বেশ কয়েকটি গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে৷ তার মধ্যে খুনের অভিযোগও রয়েছে৷ প্রকৃত সত্যি উন্মোচনের জন্য এবং রাজনৈতিক প্রতিহিংসাকে ভোঁতা করতে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন৷'
Political violence and vendetta @MamataOfficial shows no signs of abating.
Death of Debendra Nath Roy, Hemtabad MLA-Uttar Dinajpur District, raises serious issues including allegations of murder. Need for thorough impartial probe to unravel truth and blunt political violence. — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 13, 2020
এই ঘটনায় বিজেপি বিধায়কের পরিবারও সিবিআই তদন্তের দাবি জানিয়েছে৷ বিজেপি-র রাজ্য নেতৃত্বও একই দাবি তুলেছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Governor, Jagdeep Dhankhar, Mamata Banerjee