#কলকাতা: রাজ্যের দুই মন্ত্রী, এক বিধায়ক এবং প্রাক্তন িবধায়ককে গ্রেফতারের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ সাংবিধানিক রীতি মেনে চলা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যও মুখ্যমন্ত্রীর প্রতি আর্জি জানিয়েছেন তিনি৷ একই সঙ্গে তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, আইনের শাসন এবং সাংবিধানিক ব্যবস্থা এ ভাবে ভেঙে পড়লে তার ফলাফলও যেন ভেবে দেখেন মুূখ্যমন্ত্রী৷
ট্যুইটে রাজ্যপাল আরও অভিযোগ করেছেন, প্রশাসন কোনও ব্যবস্থা না নিয়ে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে দিতে দিচ্ছে৷ তিনি লিখেছেন, 'এই পরিস্থিতি দেখে আমি উদ্বিগ্ন৷ মুখ্যমন্ত্রীকে অনুরোধ তিনি যেন সাংবিধানিক বিধি এবং আইনের শাসকন মেনে চলেন৷ রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, স্বরাষ্ট্র দফতরের উচিত সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া৷ দুঃখের বিষয়, কোনও ব্যবস্থা না নিয়ে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে দেওয়া হচ্ছে৷'
Concerned at alarming situation. Call upon @MamataOfficial to follow constitutional norms & rule of law.
Police @WBPolice @KolkataPolice @HomeBengal must take all steps to maintain law & order. Sad- situation is being allowed to drift with no tangible action by authorities. — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 17, 2021
রাজ্যপালের অনুমোদনেই এ দিন নারদ মামলায় চার নেতাকে গ্রেফতার করেছে সিবিআই৷ রাজ্যপালের এই অনুমোদন বেআইনি বলে অভিযোগ তৃণমূলের৷
আরও একটি ট্যুইটে জগদীপ ধনখড় লিখেছেন, 'আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং বিশৃঙ্খলা চলছে বলে মুখ্যমন্ত্রীকে বার্তা পাঠিয়েছি৷ পুলিশ- প্রশাসন সম্পূর্ণ নীরব৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার কী ফলাফল হতে পারে, আশা করি আপনি বুঝতে পারছেন৷ প্রত্যেক মিনিটে পরিস্থিতির যেভাবে অবনতি হচ্ছে অবিলম্বে তার বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত৷'
Message @MamataOfficial “Total lawlessness & anarchy. Police and administration in silence mode. Hope you realize repercussions of such lawlessness and failure of constitutional mechanism. Time to reflect and contain this explosive situation that is worsening minute by minute.”
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 17, 2021
Invited attention @MamataOfficial “On channels and in public domain I notice arson and pelting of stones at CBI office. Pathetic that Kolkata Police @KolkataPolice and West Bengal Police @WBPolice are just onlookers. Appeal to you to act and restore law and order.”
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 17, 2021
তৃতীয় ট্যুইটে সিবিআই অফিসের বাইরে বিক্ষোভ এবং ইটবৃষ্টির বিরুদ্ধে সরব হন রাজ্যপাল৷ এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাঁর ফের অভিযোগ, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করছে৷
তৃণমূল অবশ্য রাজ্যপালের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনায় সরব হয়েছে৷ দলের একাধিক নেতার অভিযোগ, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই তৃণমূল নেতাদের গ্রেফতারির নির্দেশে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jagdeep Dhankhar, Mamata Banerjee, Narada Scam, TMC