হোম /খবর /কলকাতা /
সুকান্তর সঙ্গে সাক্ষাৎ! উপাচার্য নিয়োগ নিয়ে কড়া বিবৃতি রাজ্যপালের

CV Ananda Bose: সুকান্তর সঙ্গে সাক্ষাৎ! উপাচার্য নিয়োগ নিয়ে কড়া বিবৃতি রাজ্যপালের

কড়া বিবৃতি রাজ্যপালের

কড়া বিবৃতি রাজ্যপালের

সুকান্ত রাজভবনে গিয়েছিলেন ক্ষমা চাইতে - কূণাল ঘোষকূণাল ঘোষ না 'বাচাল ঘোষ' কি বললেন, তা নিয়ে চিন্তিত নই আমি - সুকান্ত  মজুমদার

  • Share this:

কলকাতা: রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নিয়মই মানতে হবে। এদিন এমনটাই বিবৃতি আসে রাজভবনের তরফে। প্রসঙ্গত, রাজভবনে গিয়ে এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু তাঁর সেই সাক্ষাৎ পর্ব ঘিরে পাল্টা কটাক্ষ করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি ছিল, রাজ্যপালের কাছে ক্ষমা চাইতে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রাজ্যপালের ভবন থেকে আসে বিবৃতি। সেখানে স্পষ্ট ভাবে বলা হয় বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগে সুপ্রিম কোর্টের নিয়মই মানতে হবে।

রাজভবন থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, রাজ্যপালের পরিবর্তনে মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন, এই মর্মে যে বিল আনা হয়েছিল, তা স্থগিত থাকছে। এখন সিদ্ধান্ত হয়েছে, আগের নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে রাজ্যপাল তাঁর কাজ চালিয়ে যাবেন। উপাচার্য নিয়োগে সুপ্রিম কোর্টের নিয়মই মানতে হবে।

এদিন সুকান্ত রাজ্যপালের কাছে যাওয়ায় তাঁকে কটাক্ষ করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ট্যুইটে তিনি বলেন, "রাজ্যপালের কাছে ক্ষমা চাইতে গেছিলেন সুকান্ত। বিধানসভায় শুভেন্দুর নেতৃত্বে রাজ্যপালকে অপমানের চেষ্টা হয়েছে, তার জন্য রাজভবনে গিয়ে মার্জনা চেয়েছেন সুকান্ত।" উপাচার্য নিয়োগ দূর্নীতি নিয়ে সুকান্তর অভিযোগ জানানোর দাবি আসলে মূল ঘটনা থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা বলেও দাবি করেন কুণাল।

যদিও রাজভবন থেকে বেরিয়ে সুকান্ত জানিয়েছিলেন, রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে বেআইনি ভাবে নিয়োগ হওয়া উপাচার্যদের নিয়োগ বাতিলের দাবি জানাতেই রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন তিনি। কুণাল ঘোষের ক্ষমা চাওয়ার দাবি প্রসঙ্গে পরে সুকান্ত বলেন, কুণাল ঘোষ কী বলেছেন, তা নিয়ে তিনি আদৌ চিন্তিত নন। সুকান্ত আরও বলেন, "উপাচার্য  নিয়োগ নিয়ে বিজেপির দাবির সঙ্গেও সহমত পোষন করেছেন রাজ্যপাল। দু এক দিনের মধ্যেই তার প্রমান দেখতে পাবেন।"

আরও পড়ুন, মুখ্যমন্ত্রী নন, রাজ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে কাজ করবেন রাজ্যপাল

আরও পড়ুন, 'বাংলাই দেশকে নেতৃত্ব দেবে'! পশ্চিমবঙ্গ নিয়ে ঢালাও প্রশংসা নয়া রাজ্যপালের

সুকান্ত মজুমদার বেরিয়ে যাওয়ার কয়েকঘণ্টা পরেই রাজভবন থেকে বিবৃতি জারি করা হয়। সেখানে দেখা যায় রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের কথাও। সুকান্তর সঙ্গে সাক্ষাতের পরে রাজ্যপালের কড়া বিবৃতি, এই পরিস্থিতিতে রাজভবনের সঙ্গে নবান্নের সম্পর্কে কেমন হয়, সেই দিকেই নজর রাজনৈতিক বিশ্লেষকদের।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: CV Anand Bose, Sukanta Majumdar