• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • শিক্ষিকাদের জন্য সুখবর, বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার

শিক্ষিকাদের জন্য সুখবর, বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার

Teacher

Teacher

শিক্ষক দিবসেই এল রাজ্যের শিক্ষিকাদের জন্য সুখবর ৷

 • Share this:

  #কলকাতা: শিক্ষক দিবসেই এল রাজ্যের শিক্ষিকাদের জন্য সুখবর ৷ রাজ্যের বিভিন্ন স্কুলে কর্মরত শিক্ষিকাদের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিচ্ছে সরকার ৷ এবার থেকে মহিলাদের শিক্ষক পদে নির্বাচনের পর পোস্টিংয়ের সময় নেওয়া হবে বিশেষ যত্ন ৷

  শিক্ষিকা পদে নির্বাচিত মহিলা রাজ্যের যে জেলারই বাসিন্দা হন না কেন, তাঁকে সেই জেলারই কোনও না কোন সরকারি স্কুলে নিযুক্ত করা হবে ৷ এর ফলে বাড়ি থেকে দূরে থাকার সমস্যা থেকে রেহাই পাবেন শিক্ষিকারা ৷ প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সব স্তরের শিক্ষিকাদেরই নিযুক্ত করার সময় এবার থেকে এই বিষয়টি মাথায় রাখা হবে বলে জানিয়েছে সরকার ৷

  আরও পড়ুন 

  ওজন কমাতে প্রাণ ভরে খান চুমু

  বেশিরভাগ সময়ই শিক্ষকেরা বিশেষত শিক্ষিকারা পোস্টিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ৷ এক জেলা থেকে অন্য জেলার স্কুলে পড়াতে গিয়ে প্রায় দিনের পুরো সময়টাই যাতায়াতে কেটে যায় বলে অভিযোগ করেন শিক্ষিকারা ৷ অনেকের পক্ষে তো প্রতিদিন এভাবে যাতায়াত অসম্ভব হয়ে যায় বলে তারা পরিবার ছেড়ে কর্মস্থলের কাছাকাছি বাড়ি খুঁজে থাকতে শুরু করেন ৷ সেক্ষেত্রে একা একটা মেয়ের পক্ষে অচেনা জায়গায় থাকা সবসময় নিরাপদও হয় না ৷

  আরও পড়ুন 

  ‘প্রাণে বাঁচতে শেষ মুহূর্তে মিনিবাস থেকে ঝাঁপ মারলাম’

  এতদিন চাকরিতে যোগ দেওয়ার পর নিজের বাড়ির কাছের কর্মস্থলে ট্রান্সফার নিতে শিক্ষিকাদের মিউচুয়াল ট্রান্সফারের উপর নির্ভরশীল হতে হত ৷ এবার শীঘ্রই এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন রাজ্যের হাজার হাজার শিক্ষিকা ৷

  First published: