#কলকাতা: বার্নপুরের তরুণীর কলকাতায় রহস্যমৃত্যু। রেললাইনের ধারে শামা পারভীনের দেহ যে অবস্থায় মিলেছে তাতে খুনের জল্পনাই জোরালো হচ্ছে। সন্দেহ বাড়িয়ে দিয়েছে তাঁর ব্যাগে মেলা ভিনরাজ্যের বিভিন্ন এলাকার টিকিট। দেড় মাস ধরে একাই ঘুরছিলেন শামা? নাকি কোনও সঙ্গী ছিল?
রেললাইনের ধারে পড়ে তরুণীর দেহ। প্রাথমিক ভাবে দুর্ঘটনা মনে হলেও, সত্যিই কি তাই? বার্নপুরের তরুণী শামা পারভীনের মৃত্যুতে বহু জায়গায় কাটছে না রহস্যের জট।
কোথায় রহস্য?
- শামার মাথার ডানদিকে আঘাত ও ডান পা ভাঙা
- ট্রেনে ধাক্কা লাগলে পোশাক ছিন্নভিন্ন হওয়ার কথা
- তার জামা বুক অবধি খোলা ও প্যান্টও অনেকটা নামানো
- যৌনাঙ্গের পাশে রক্তের দাগ মিলেছে
দুর্ঘটনা ঘটলে সাধারণত নক ডাউন রিপোর্ট দেন সংশ্লিষ্ট ট্রেনের ড্রাইভার বা গার্ড। এক্ষেত্রে তা হয়নি।
নক ডাউন রিপোর্টে ধোঁয়াশা
- দমদম স্টেশন ম্যানেজারকে রিপোর্ট দেন এক রেলকর্মী
- বৃহস্পতিবার বেলা ১২ নাগাদ রিপোর্ট করা হয়
- রিপোর্ট করেন ইনজিনিয়রিং বিভাগের কর্মী দশরথ রবিদাস
- সেই রিপোর্টকেই নক ডাউন রিপোর্ট বলে দেখানো হচ্ছে
গত ২৭ জুন নিখোঁজ হন শামা। তারপর, এতদিন ধরে কোথায় ছিলেন তিনি? নিহতের লাগেজ ঘেঁটেই তার কিছুটা আন্দাজ মিলেছে। ব্যাগে মিলেছে ভিনরাজ্যের বিভিন্ন গন্তব্যের একাধিক টিকিট।
ব্যাগে একাধিক টিকিট
২৬ জুন, ২০১৭
শিয়ালদহ থেকে আসানসোলের টিকিট
২ অগাস্ট, ২০১৭
বর্ধমান থেকে উত্তরপ্রদেশের আকবরপুরের টিকিট
৬ অগাস্ট, ২০১৭
গুয়াহাটি থেকে আসানসোলের টিকিট
বাড়ি ছেড়ে দেড় মাস ধরে শামা যে অসম, উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় ঘুরেছিলেন তা পরিস্কার। কিন্তু, একা একাই? সঙ্গী কেউ ছিল কি? কীভাবে মৃত্যু হল তাঁর? আপাতত পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।