#কলকাতা: রিষড়ার বিধানচন্দ্র কলেজে ইউনিয়ন রুমে ছাত্রীকে বেধড়ক মারধর, শ্লীলতাহানির অভিযোগ। গতকালই প্রকাশ্যে আসে সিসিটিভি ফুটেজ। অভিযুক্ত কলেজের জিএস, রিষড়া উপ পুরপ্রধানের ছেলে শাহিদ হাসান। শুক্রবার সকালে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান ওই ছাত্রী।
মোবাইল না দেওয়ায় ছাত্রীকে সংসদ রুমে সপাটে চড় জিএসের। ঘটনাটি ঘটেছে হুগলির রিষড়ার বিধানচন্দ্র কলেজে। অভিযোগ, ছাত্র সংসদের ঘরে কমিটিরই এক মহিলা সদস্যের থেকে মোবাইল চান ওই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের জিএস শাহিদ হাসান। কিন্তু, মোবাইল দিতে অস্বীকার করেন ওই ছাত্রী। তা থেকেই গন্ডগোলের সূত্রপাত।
অভিযোগ, বাকবিতণ্ডা চলাকালীন ছাত্রীকে সজোরে চড় মারেন শাহিদ। এরপর তাঁকে দেওয়ালের দিকে ঠেলেও দেওয়া হয়। এমনকী ছাত্রীর দেহের একাধিক অঙ্গ স্পর্শেরও অভিযোগ উঠেছে ৷ সিসিটিভি ফুটেজে স্পষ্ট ধরা পড়েছে সেই ছবি।
রিষড়া বিধান কলেজের ছাত্র সংসদের জিএস যেন দণ্ডমুণ্ডের কর্তা। মোবাইল ফোন না দেওয়ায় ইউনিয়ন রুমে ছাত্রীকে শারীরিক নির্যাতন, শ্লীলতাহানি। টেবিলের কাচ তুলে মারার চেষ্টা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে টিএমসিপি নেতার কীর্তি। সমালোচনার মুখে পড়ে, তড়িঘড়ি ওই ছাত্রনেতাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রিষড়ার বিধানচন্দ্র কলেজে ছাত্রী হেনস্থার ঘটনায় দলীয়স্তরে রিপোর্ট তলব তৃণমূল কংগ্রেসের। হুগলি জেলা তৃণমূল সভাপতির কাছে রিপোর্ট তলব করেছেন তৃণমূল মহাসচিব। 'রিপোর্ট পেলে ঘটনা খতিয়ে দেখা হবে' বলে মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের।