#কলকাতা: ফের বিতর্কে জিডি বিড়লা স্কুল। সুরক্ষা চিঠির নামে নির্যাতিতার নামপ্রকাশ করায় তৈরি হয়েছে বিতর্ক। স্কুল কর্তৃপক্ষের বিরদ্ধে আইন ভাঙার অভিযোগ উঠেছে। এতে বিচার প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সূত্রের খবর, আদালত হস্তক্ষেপ করলে স্কুলের বিরুদ্ধে মামলা হতে পারে। সেক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধিতে অভিযুক্ত হবে স্কুল কর্তৃপক্ষ।
আইন ভেঙে ফের অসংবেদনশীল আচরণের অভিযোগ৷ নির্যাতিতার শিশুর নাম স্পষ্টভাবে উল্লেখ করে বিপাকে স্কুল কর্তৃপক্ষ ৷ যৌন নির্যাতনের ঘটনায় কিভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনল স্কুল উঠছে প্রশ্ন ৷
জিডি বিড়লা ও এমপি বিড়লা স্কুলের ঘটনা দুর্ভাগ্যজনক বলে নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি বলেন, বিষয়টি সরকারের নজরে রয়েছে। শিক্ষামন্ত্রী পদক্ষেপ করছেন। দোষীদের রেয়াত করা হবে না।
অন্যদিকে, মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে ডেকে পাঠানো হয়েছে স্কুলের প্রিন্সিপ্যাল শর্মিলা নাথকে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।