• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • আজ অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসছে জিডি বিড়লা স্কুল, প্রিন্সিপালের সঙ্গে বসতে নারাজ নিগৃহীত শিশুর বাবা-মা

আজ অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসছে জিডি বিড়লা স্কুল, প্রিন্সিপালের সঙ্গে বসতে নারাজ নিগৃহীত শিশুর বাবা-মা

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

আজ অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসছে জিডি বিড়লা, প্রিন্সিপালের সঙ্গে বসতে নারাজ নিগৃহীত শিশুর বাবা-মা

 • Share this:

   #কলকাতা: জিডি বিড়লার অচলাবস্থা কাটাতে অবশেষে নতিস্বীকার করেছে কর্তৃপক্ষ। আজ অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসছে স্কুল। বৈঠকে থাকবে পুলিশ, প্রশাসন ও আইসিএসই বোর্ডের প্রতিনিধিরাও। যদিও, এই বৈঠকে থাকতে নারাজ নির্যাতিতা শিশুর বাবা-মা। তাদের দাবি, স্কুলের প্রিন্সিপাল যেখানে অভিযুক্ত, সেখানে তাঁর উপস্থিতিতে বৈঠক সম্ভব নয়। বেলা ১২টায় জিডি বিড়লা কর্তৃপক্ষ-অভিভাবক বৈঠক শুরুর কথা ৷

  অন্যদিকে, আজ ফের নির্যাতিত শিশুর ডাক্তারি পরীক্ষা। লালবাজারের অনুরোধ ফের ডাক্তারি পরীক্ষা করাতে সকাল ১০.৩০ নাগাদ বাচ্চাটিকে নিয়ে যাবেন তার বাবা-মা ৷

  টানা বিক্ষোভ-প্রতিবাদের পর মঙ্গলবার স্কুল খোলা নিয়ে অভিভাবকদের সঙ্গে বৈঠক করতে চলেছে কর্তৃপক্ষ। বৈঠকে থাকবে স্কুল শিক্ষা দফতর ও প্রশাসনের প্রতিনিধিরাও। বৃহস্পতিবার থেকে সোমবার। জিডি বিড়লায় শিশুকে নির্যাতনের পাঁচদিন পরে অভিভাবকদের সঙ্গে বৈঠকে রাজি হল স্কুল। লাগাতার আন্দোলনে নৈতিক জয় হল অভিভাবকদের।

  First published: