• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • দুর্ঘটনার সময় ব্রিজের নীচেই ছিলেন, নিখোঁজ গৌতম মণ্ডলের বাড়িতে কান্নার রোল

দুর্ঘটনার সময় ব্রিজের নীচেই ছিলেন, নিখোঁজ গৌতম মণ্ডলের বাড়িতে কান্নার রোল

 • Share this:

  #কলকাতা: ফিরল পোস্তার স্মৃতি। ব্যস্ত সময়ে বিকট শব্দ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ। ওপরে থাকা গাড়ি সমেত ধসে পড়ে ব্রিজের একটি অংশ। বেসরকারি হিসেবে, ব্রিজ ভেঙে মৃত্যু হয়েছে একজনের।

  আরও পড়ুন: 'ব্রিজের নীচে আটকে পড়েছে আমার ভাই, ওকে উদ্ধার করুন'...

  আচমকা ব্রিজ ভাঙায় ধ্বংসস্তুপে আটকে পড়ে ছোট গাড়ি ও মিনিবাস। চাপা পড়েন বেশ কিছু মানুষ। কয়েক বছর আগে পোস্তায় ব্রিজ ভেঙে পড়ার স্মৃতি ফিরিয়েই দুর্ঘটনা মাঝেরহাটে।

  আরও পড়ুন: কলেজ স্ট্রিট থেকে বই কিনে ফিরছিলেন, কিন্তু মাঝেরহাটের ব্রিজ আর পার করা হল না সৌমেনের

  ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই খোঁজ নেই মুর্শিদাবাদের উদয় দে, গৌতম মণ্ডলের ৷ ব্রিজের নীচেই আটকে রয়েছেন দু’জন বলে আশঙ্কা করা হচ্ছে ৷ এখনও খোঁজ না মেলায় নিখোঁজ গৌতম মণ্ডলের বাড়িতে কান্নার রোল ৷ মুর্শিদাবাদের লালবাগের বাসিন্দা গৌতম মণ্ডল ৷ মেট্রোরেলে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন গৌতম ৷ দুর্ঘটনার সময় ব্রিজের নীচেই ছিলেন বলে দাবি ৷ রান্নার কাজ করছিলেন গৌতম মণ্ডল ৷

  আরও পড়ুন: কী কারণে ভাঙল মাঝের হাট ব্রিজ ? মেট্রোর কাজে নাকি রক্ষণাবেক্ষণের অভাবে ? উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ

  ব্রিজের নিচে রেললাইন। পাশে চলছিল মেট্রোর কাজ। ব্রিজের নিচে ছিল মেট্রোর নির্মাণকর্মীদের অস্থায়ী ঘর। দুর্ঘটনার পর সেখানেও আটকে পড়েন বেশ কয়েকজন।

  First published: