corona virus btn
corona virus btn
Loading

নিউটাউনে সিটি সেন্টার ২-এর পিছনে গাঁজা চাষ !

নিউটাউনে সিটি সেন্টার ২-এর পিছনে গাঁজা চাষ !

সিটি সেন্টার ২-এর পিছনে একটি নির্জন জায়গায় চায়ের দোকানের পাশে রমরমিয়ে চলছিল গাঁজা চাষ

  • Share this:

#নিউটাউন: নিউটাউনে গাঁজা চাষ! জানা যায়, সিটি সেন্টার ২-এর পিছনে একটি নির্জন জায়গায় চায়ের দোকানের পাশে রমরমিয়ে চলছিল গাঁজা চাষ। স্থানীয় কাউন্সিলর অভিযান চালিয়ে উপড়ে ফেলে গাছগুলি।

১২ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডলের কাছে বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল সিটি সেন্টার ২ এর পিছন দিকে গাঁজা চাষ হচ্ছে । খবর মতো আজ তিনি সেই জায়গায় যান । দেখেন, অভিযোগ সত্যি! রমরমিয়ে চলছে গাঁজা চাষ! এরপর তিনি নিউটাউন থানায় খবর দিয়ে নিজে উদ্যেগ নিয়ে গাঁজা গাছ উপড়ে ফেলে দেন। তবে কারা এই চাষ করছিল, তা এখনও জানা যায়নি। তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ।

অন্য ভিডিও দেখুন--বেলেঘাটার রামমোহন মল্লিক গার্ডেন রোড হচ্ছে কবি শক্তি চট্টোপাধ্যায়ের নামে

First published: August 22, 2019, 8:17 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर