#কলকাতা: মুখ্যমন্ত্রীর ডেডলাইন। পরিবহণ দফতরের চাপ। অবশেষে সোমবার থেকে বাস চালানোর সিদ্ধান্ত নিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। তবে ভাড়া বাড়ানোর দাবি ছাড়ছে না। শুক্রবার শহরে বাস ভোগান্তি কিছুটা কম।
সময় কেনার সময় শেষ। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর কিছুটা সুর নরম করল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। শুক্রবার বৈঠকে বসেন নেতৃত্ব। সেখানেই সিদ্ধান্ত, আগামী সোমবার থেকে রাস্তায় কিছু বাস নামবে।বাস চালানোর দায়িত্ব নিজেদের ঘাড়ে রাখছেন না নেতারা। ঘুরিয়ে মালিকদেরই বাস চালানোর সিদ্ধান্ত নিতে বলছে সংগঠন।তবে ভরতুকি নয়, ভাড়া বাড়ানোর দাবিতেই তারা অনড়।
শুক্রবার বেশ কিছু বাস নামায় অফিস টাইমে ভোগান্তি কিছুটা কমে।ছোট সংগঠনগুলি বাস নামাচ্ছে। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের মতো বড় সংগঠনও পরিষেবা চালু করলে ভোগান্তি আরও কমবে।