#কলকাতা: শহরবাসীর জন্য সুখবর৷ সৌজন্যে কলকাতা মেট্রো রেল৷ পয়লা জুলাই থেকে বেশ কয়েকটি নতুন পরিষেবা চালু করতে চলেছে মেট্রো রেল৷
এবার থেকে রবিবার সকালের প্রথম ট্রেন চলবে সকাল ৯টা থেকে। আগে এই পরিষেবা পাওয়া যেত সকাল ৯টা ৫০ থেকে। দমদম ও কবি সুভাষ স্টেশনের মধ্যে রবিবার মেট্রোরেলের সংখ্যা ১৪টি মেট্রো পরিষেবা বাড়ানো হচ্ছে৷ ১ জুলাই থেকে রবিবার ১১০টির পরিবর্তে ১২৪ টি মেট্রো রেল। আপ ও ডাউনে ৫৫ করে।
বাড়ানো হচ্ছে শনিবার মেট্রো রেলের সংখ্যাও। ১ জুলাই থেকে শনিবার মেট্রো রেল চলবে ২৩৬ টি করে।আপ ও ডাউনে চলবে ১১৮ টি করে। আগে চলত ২২৪ টি করে। আপ ও ডাউনে ১১২ টি করে। অর্থাত্ মেট্রোরেলের সংখ্যা ওি ১২টি বাড়ানো হচ্ছে৷
মেট্রো রেলের সংখ্যা বাড়ানো হচ্ছে সোমবার থেকে শুক্রবারও। তবে তা বাড়ছে সকাল পৌনে ৭টা থেকে ৯টা ৫৫ মিনিটের মধ্যে। অর্থাত্ অফিসের ব্যস্ত সময়ে৷ সোমবার থেকে শুক্রবার কবি সুভাষ থেকে নোয়াপাড়ার মধ্যে শেষ ট্রেনের সময় বদলানো হচ্ছে। আগে শেষ ট্রেন কবি সুভাষ ছাড়তো রাত ৮টা ৫০ মিনিটে। এখন ছাড়বে রাত ৯টা ২৫ মিনিটে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।