#কলকাতা: আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দা ফাঁস! ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ৯জনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভের একটি বহুতলে ভুয়ো কল সেন্টার খুলেছিল জয়নাস টেকসফট কনসালটেন্সি সার্ভিস প্রাইভেট লিমিটেড নামের এক সংস্থা। সেখান থেকে বিদেশের নাগরিকদের ফোন করে অ্যামাজন সংস্থার কাস্টমার কেয়ার এবং টেক সাপোর্ট দুই প্রতিশ্রুতি দিত। তার পরিপ্রেক্ষিতে বিদেশি মুদ্রায় টাকা হাতিয়ে নিত এই চক্র। এরপরই সূত্রে মারফত খবর পেয়ে গতকাল রাতে সেক্টর ফাইভের ওই অফিসে হানা দেয় পুলিশ। জহেব জুলকারনানি, মুদাসির আহমেদ, দেব কুমার-সহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে বেশকিছু নথি, হার্ড ডিস্ক উদ্ধার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ, অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের মূল পান্ডার খোজে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
অন্যদিকে, কলকাতায় কনসার্ট করা নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে লালবাজার! শুক্রবার লালবাজারে পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, '' নজরুল মঞ্চের মঙ্গলবারের সিসিটিভি ফুটেজ নেওয়া হয়েছে। ফায়ার এক্সটিংগুইসার স্প্রে করা হয়েছিল নজরুল মঞ্চের বাইরের দিকে। ওভার ক্রাউন্ডিং হয়েছিল, কিন্তু বাড়াবাড়ি রকমের নয়। লোক দাঁড়িয়ে ছিলেন, নাচছিলেন, কিন্তু পরিস্থিতি কন্ট্রোলের মধ্যেই ছিল।'' পুলিশ কমিশনার আরও জানান, '' ড্রোন ক্যামেরার ছবি দেখা এটা স্পষ্ট, যেমন মনে হচ্ছিল, বাইরে থেকে, তেমন ভিড় ছিল না। পাস বেশি ইস্যু হয়েছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে। কেএমডিএ-র সঙ্গে কথা বলে জেনেছি, এসি কাজ করেছে। এরপর থেকে আয়োজকদের আন্ডারটেকিং নেওয়া হবে। অনুষ্ঠানের ভেন্যুতে অ্যাম্বুল্যান্স, ডাক্তার-এর ব্যবস্থা রাখতে হবে। ক্যাপাসিটির থেকে বেশি পাস যাতে ইস্যু না হয়, সেই বিষয়টিও মনিটরিং করা হবে আগামীতে।''
Anup Chakrabortyনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata Police