#বারুইপুর: শেষদফা ভোটের ২ দিন আগে ফের উদ্ধার নগদ। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বকুলতলার বুড়োরঘাট এলাকায় নাকা চেকিংয়ের সময় গাড়ি থেকে উদ্ধার ২৪ লক্ষ ১২ হাজার টাকা। গ্রেফতার এক বিজেপি নেতা-সহ চারজন।
ধৃত দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক মিন্টু হালদার। পুলিশের জালে কৌশিক মণ্ডল, সরস্বতী হালদার, নমিতা সর্দার নামে আরও তিন'জন। বিজেপির উত্তরীয়র মধ্যে টাকা বাঁধা ছিল। কী কারণে এই পরিমাণ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বারুইপুর পূর্ব জেলার বিজেপি সভাপতি সুনীপ দাসের দাবি, টাকার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। মিন্টু এলাকার কেবল ব্যবসায়ী। বিড়ির ব্যবসাও করেন। ব্যবসার জন্যই নগদ টাকা নিয়ে যেতে পারেন তিনি। পুরো ঘটনা তদন্ত করে দেখুক পুলিশ।