Home /News /kolkata /
প্রাক্তন ফুটবলার শান্ত মিত্রের জীবনাবসান

প্রাক্তন ফুটবলার শান্ত মিত্রের জীবনাবসান

৭০-এর দশকে ইস্টবেঙ্গলের অন্যতম সেরা ফুটবলার তিনি

 • Share this:

  #কলকাতা: চলে গেলেন আরেক প্রাক্তন ভারতীয় ফুটবলার শান্ত মিত্র ৷ ইস্টবেঙ্গলের ঘরের ছেলে হিসেবেই যাঁর পরিচিতি ছিল ৷ দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি ৷ ব্লাড ক্যানসারে ভুগছিলেন ৷ সাতের দশকে ইস্টবেঙ্গলের অন্যতম সেরা ফুটবলার ছিলেন তিনি ৷ দেশের হয়ে খেলার পাশাপাশি জাতীয় দলকে কোচিংও করিয়েছেন শান্ত মিত্র ৷

  শহরের একটি বেসরকারি নার্সিংহোমে তিনি রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ মারা যান। ১৯৭০ সালে ঐতিহাসিক আইএফএ শিল্ডে ইস্টবেঙ্গল হারায় ইরানের শক্তিশালী পাস ক্লাবকে। সেই দলের অধিনায়ক ছিলেন শান্ত মিত্র। সাতের দশকে ইস্টবেঙ্গলের টানা ছ’বার কলকাতা লিগ জয়ের ঐতিহাসিক দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।জাতীয় দলের হয়েও তাঁর যথেষ্ট অবদান রয়েছে। ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকের যোগ্যতা নির্ণায়ক পর্বে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন শান্ত মিত্র।

  First published:

  Tags: Ex Footballer Death, Passed Away, Shanto Mitra, শান্ত মিত্র

  পরবর্তী খবর