#কলকাতা: বিজেপি-তে ইস্তফা দিয়েছেন মঙ্গলবারই৷ সূত্রের খবর, অরুণাচলপ্রদেশের ৭ বারের মুখ্যমন্ত্রী গেগং আপাং যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেস৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর তীব্র ক্ষোভ উগরে গেগং আপাং বলেন, 'বিজেপি ও নরেন্দ্র মোদি আসল ইস্যুতে নজর দিচ্ছে না৷ দলটি নৈতিকতা হারিয়েছে৷'
সূত্রের খবর, গেগং আপাং যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে৷ ১৯ জানুয়ারি ব্রিগেডে তৃণমূলে যোগ দেবেন ৬৯ বছর বয়সি গেগং৷ সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের ডাকে ব্রিগেড সমাবেশ লোকসভার আগে জাতীয় নিরিখে বৃহত্ একটি মঞ্চ হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই৷
এ বছরের শেষের দিকেই হয়তো অরুণাচলপ্রদেশে বিধানসভা নির্বাচন৷ এ দিকে অরুণাচলে কংগ্রেসের প্রদেশ সভাপতি টাকম সঞ্জয় দাবি করেছেন, অনেক বিজেপি নেতা কংগ্রেসের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন৷ ২০১৬ সালের ডিসেম্বরে, অরুণাচলই উত্তর-পূর্বে প্রথম রাজ্য, যেখানে একক বিজেপি সরকার গঠন করে৷ সে বার পিপলস পার্টি অফ অরুণাচল ছেড়ে পেমা খান্ডু ও আরও ৩৩ জন বিধায়ক যোগ দেন বিজেপি-তে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arunachal Pradesh, Gegong Apang, Lok Sabha elections 2019, TMC