#কলকাতা: ৪৩৪ জনকে হোমগার্ডের চাকরি বন দফতরেরবন্য জন্তুদের হাতে মৃতের পরিবারের এক জন করে সদস্যকে চাকরি দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সংক্রান্ত আবেদনের মধ্যে ৪৩৪ জনকে প্রথম ধাপে চাকরি দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য বন দফতর। বাছাই প্রার্থীদের তালিকাও ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রকাশ করা হয়েছে রাজ্য বন দফতরের পক্ষ থেকে। রাজ্যের বিভিন্ন জায়গায় বন্য জন্তুদের হাতে মৃত্যু হয়েছে বহু সাধারণ মানুষের। এদের মধ্যে হাতির হামলায় মৃত্যুর সংখ্যাই সর্বাধিক।ওই সব মৃতের পরিবার-পিছু এক জনকে বন দফতরে হোমগার্ড পদে ছাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য বন দফতর। সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে বহু আবেদন জমা পড়ে বন দফতরে। তার মধ্যে থেকে ঝাড়াই বাছাইয়ের পরেই ৪৩৪ জনের নাম বেছে নেওয়া হয়েছে। এরমধ্যে জলপাইগুড়ি জেলার সর্বাধিক ৯৬ জন চাকরি পাচ্ছেন। তার পরেই রয়েছে আলিপুরদুয়ার এবং বাঁকুড়া। এই দুই জেলা থেকে এবং ৬২ জন চাকরি পাচ্ছেন। ৬৬ জন চাকরি পাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনা থেকে, যাঁরা মূলত সুন্দরবনে বাঘের হামলায় মারা গিয়েছেন।এ ছাড়াও ৪৭ ও ৪৬ জন চাকরি পেয়েছেন পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম থেকে। ২৬ জন চাকরি পেয়েছেন দার্জিলিং জেলা থেকে। এ ছাড়াও, কালিম্পং থেকে 8 জন, পুরুলিয়া থেকে ৭ জন চাকরি পেয়েছেন। ২ জন চাকরি পেয়েছেন কোচবিহার এবং এক জন চাকরি পেয়েছেন হাওড়া থেকে। রাজ্য বন দফতরের এক কর্তার কথায়, "বন্য জন্তুর হামলায় মৃতদের পরিবারের এক জনকে চাকরি দেওয়ার দাবি বহু দিনের। ভোটের আগে এই চাকরির দরজা খুলে যাওয়া়য় শাসক দলের আখেরে লাভই হবে।"SHALINI DATTA
Published by:Arjun Neogi
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।