#কলকাতা: জন্ম দ্বিশতবর্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে বই ছাপছে শিক্ষা দফতর। কোনও মনীষীকে নিয়ে এই প্রথম বই প্রকাশ করছে রাজ্য সরকার। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হাতে এই বই তুলে দিতে চায় সরকার।
লোকসভা ভোটের শেষ ল্যাপ। কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহের মেগা র্যালি। তারই মাঝে বিদ্যাসাগর কলেজে ভাঙা পড়ল বিদ্যাসাগরের মূর্তি। মূর্তি ভাঙার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের উদ্যোগে বিদ্যাসাগর কলেজে নতুন মূর্তিও বসান।
এবার এককদম এগিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে আস্ত একটা বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
বইটি সম্পাদনার দায়িত্বে সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার। ছাব্বিশে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিদ্যাসাগরের দু’শো বছরপূর্তির অনুষ্ঠান। তার আগে, চব্বিশে সেপ্টেম্বর ‘আমাদের বিদ্যাসাগর’ বইটির আনুষ্ঠানিক প্রকাশ। সেই বই দেওয়া হবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হাতে। থাকবে গ্রন্থাগারগুলিতেও।
সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার বলেন, ‘‘পড়ুয়াদের মধ্যে বিদ্যাসাগর সম্পর্কে ধারণা, কীর্তি মনে করানো, অবদানের প্রাসঙ্গিকতা পড়ুয়াদের মতে পৌঁছতে এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷’’
কী কী থাকছে এই বইটিতে?
- ১০০ পাতার বইয়ে তিন ভাগ
- প্রথম ভাগে বিদ্যাসাগরের জীবনী ও কীর্তি
- দ্বিতীয় ভাগে রবীন্দ্রনাথ-সহ বিভিন্ন মনীষীদের বিদ্যাসাগরকে নিয়ে লেখা প্রবন্ধ
- তৃতীয় ভাগে বিদ্যাসাগরের জীবনের নানা গল্প
- বিদ্যাসাগরের দুর্মূল্য ছবি
- বিদ্যাসাগরের হাতে লেখা চিঠি
- বিদ্যাসাগরের ব্যবহৃত জিনিসের ছবি
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির হিন্দি-হিন্দু-হিন্দুস্থানের পালটা হিসেবে বাঙালি আবেগকে হাতিয়ার করতে চায় তৃণমূল কংগ্রেস। সেই কৌশলের অঙ্গ হিসেবেই এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে গোটা বই ছাপছে রাজ্য সরকার।