SHALINI DATTA
#কলকাতা: পর্যটনে পেশাদারিত্ব আনতে এ বার বন দফতরের ৩৪টি বাংলোকে বেসরকারি পেশাদার সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য বন দফতর। গত ৫ অক্টোবর বন দফতরে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে নৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বেসরকারি হাতে তুলে দিলেও স্থানীয় কর্মসংস্থানের উপরে বাড়তি জোর দেওয়া হচ্ছে, যাতে পর্যটন আরও আকর্ষণীয় হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় কর্মসংস্থানের রাস্তা খোলে বেসরকারিকরণের হাত ধরে।
বন দফতর সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন অভয়ারণ্য এবং বনাঞ্চলকে ঘিরে বেশ কিছু আকর্ষণীয় বাংলো রয়েছে। ওই সব বাংলো জনপ্রিয় হলেও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ওই সব বাংলোয় ক্রমশই পর্যটকের সংখ্যা কমছিল। তাতে আখেরে ক্ষতি হচ্ছিল পর্যটন শিল্পেরই। এ বার পর্যটন শিল্পের হাল ফেরাতেই পেশাদার সংস্থার দ্বারস্থ হচ্ছে রাজ্য বন দফতর।
প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, দার্জিলিঙের মানেভঞ্জন ট্রেকারস হাট, সামশিঙের মৌচাকী ক্যাম্প, জলপাইগুড়ির নেওড়া ক্যাম্প, জলপাইগুড়ি-লাটাগুড়ির মূর্তি টেন্টস, বাঁকুড়ার ইকো ট্যুরিজম সেন্টার, পুরুলিয়ার মাঠা ট্রি হাউস-সহ ৩৪টি বন বাংলো বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। ওই সব সংস্থা বাংলোকে ঘিরে পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা করতে পারবে।বন দফতরের এক কর্তার কথায়, "পর্যটন শিল্পকে আরও জনপ্রিয় করে তোলার পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের বিষয়টির উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। এতে স্থানীয় অর্থনীতি আরও চাঙ্গা হবে বলে মনে করা হচ্ছে।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Forest Bungalow, Privatization