#কলকাতা: জোরকদমে চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোরেল তৈরির কাজ। সেই কারণে, ফের গাড়ি চলাচলের গতিপথ পরিবর্তন করল বিধাননগর কমিশনারেট। আগামী কাল থেকে, নিউটাউন থেকে কলকাতার দিকে আসার রাস্তায় উইপ্রো মোরের কাছে জে কে সাহা ব্রিজের ওঠার কিছুটা আগে এবং কলকাতার দিক থেকে নিউটাউনগামী রাস্তায় ব্রিজের আগে দুটি লেনের মাঝখানের ১০০ মিটার রাস্তা বন্ধ রাখা হবে।
সার্ভিস রোড দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানান বিধাননগর কমিশনারেটের ডি সি হেড কোয়র্টার অমিত পি জাভালগি। এর ফলে যানযটের আশঙ্কা থাকছে সল্টলেকের এই অন্যতম ব্যস্ত রাস্তায়। আগামী তিন মাস চলবে কাজ। এই সময়ে যাতে বড় কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই জন্যে ট্রাফিক ব্যবস্থায় বিশেষ নজরদারি রাখবে বিধাননগর ট্রাফিক পুলিশ।