হোম /খবর /কলকাতা /
আগামী রবিবার সরকারি চাকরির পরীক্ষা, মেট্রো পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্ত রেলের

আগামী রবিবার সরকারি চাকরির পরীক্ষা, মেট্রো পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্ত রেলের

Kolkata Metro: রবিবার সরকারী চাকরির পরীক্ষা রয়েছে। তাই মেট্রো রেল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত।

  • Share this:

কলকাতা: রবিবার, ২৬ মার্চ সকালে অন্য রবিবারের থেকে এক ঘণ্টা আগেই শুরু হবে মেট্রো পরিষেবা। সরকারি চাকরির পরীক্ষার জন্য রবিবার অতিরিক্ত মেট্রো চালানোর আবেদন জানিয়েছিলেন পরীক্ষার্থী থেকে পরীক্ষা নিয়ামক কর্তৃপক্ষ।

সেই আবেদন মেনে নিল মেট্রো রেল কর্তৃপক্ষ।  অন্য রবিবার মোট ১৩০টি মেট্রো চললেও এই রবিবার অতিরিক্ত ৮টি মেট্রো রেল সহ ১৩৮ টি মেট্রো রেল চলবে বলে জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।

আরও পড়ুন- -জোড়া ঘূর্ণাবর্ত! বৃষ্টি-শিলাবৃষ্টির সতর্কতা রাজ্যে রাজ্যে! কী হতে চলেছে বাংলায়?

সারা দিনে মোট ৬৯ জোড়া মেট্রোর মধ্যে ১৩৩টি চলবে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে। বাকি ৫ টি চলবে কবি সুভাষ এবং দমদম স্টেশনের মধ্যে।

রবিবার ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এর প্রাথমিক পর্যায়ের পরীক্ষা। বহু পরীক্ষার্থী পরীক্ষার জন্য মেট্রো রেল ব্যবহার করবে। মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের কাছে পরীক্ষা নিয়ামক সংস্থা সহ পরীক্ষার্থীদের বড়ো অংশ রবিবার মেট্রো কর্তৃপক্ষের কাছে বিশেষ আবেদন জানায়, আগামী রবিবার মেট্রো রেলের চলাচলের সময় এগিয়ে আনা হোক। এমনকী ট্রেনের সংখ্যা বাড়ানোর আবেদনও ছিল।

সেই কারণেই আগামী রবিবার সকাল ৯টায় দিনের প্রথম মেট্রোর পরিবর্তে এক ঘন্টা আগে অর্থাৎ সকাল আটটা থেকে  কবি সুভাষ, দমদম এবং দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছাড়বে প্রথম মেট্রো রেল।

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী, দমদম থেকে কবি সুভাষগামী এবং দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। মেট্রোর বাকি সময়সূচি অপরিবর্তিত থাকছে। মূলত পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ভিড় সামাল দিতেই এই সিদ্ধান্ত।

অতীতে বহু সময় দেখা গেছে, রবিবার বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার সময় অসংখ্য পরীক্ষার্থী তীব্র ভোগান্তির শিকার হয়েছে। একদিকে শিয়ালদহ মেন লাইনে গত বেশ কিছুদিন ধরে রেল লাইনের আধুনিকীকরণ, থার্ড লাইনের  কাজের জন্য চূড়ান্ত সমস্যার মুখে পড়ছেন রেল যাত্রীরা। ফলে আগামী রবিবার  কয়েক হাজার পরীক্ষার্থীর যাতে কোনো রকম দুর্ভোগ না হয়, তার জন্যই মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের এই উদ্যোগ।

Published by:Suman Majumder
First published:

Tags: Kolkata Metro Rail, Kolkata Metro Railways