#কলকাতা: বৃষ্টিতে বেহাল শহরের একাধিক গুরুত্বপূর্ণ ফ্লাইওভার। দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ব্রিজ অ্যাডভাইজরি কমিটির। বর্ষা কাটলেই মেরামতির আশ্বাস কেএমডি-র।
কোথাও দু’ইঞ্চি, তো কোথাও দশ ইঞ্চি। জমা জল ভেঙেই এগোচ্ছে গাড়ি। মা ফ্লাইওভার থেকে এজেসি বোস রোড উড়ালপুলের একই দশা৷ মাস দু’য়েক ধরে এভাবেই শহরের গুরুত্বপূর্ণ দু’টি উড়ালপুলে জমে থাকছে জল৷ বৃষ্টি থামলেও জল নামছে না। গাড়ি নিয়ে ব্রিজে উঠে বিপাকে পড়ছেন চালকরা৷ কেন ঘটছে এমন ঘটনা? কী বলছেন বিশেষজ্ঞরা? তাদের মতে, মূলত নিকাশি সমস্যার কারণে এমনটা হচ্ছে৷ পাশাপাশি রয়েছে প্রযুক্তিগত ত্রুটি৷ দীর্ঘদিন এভাবে জল জমে থাকলে ভাঙতে পারে সেতুর স্বাস্থ্য। উড়ালপুলে বোঝা যত বাড়বে, ততই নষ্ট হবে পিচের প্রলেপ৷ গতি কমবে এমনকী গর্তে গাড়ি পড়ে সেতুর ক্ষতি হবে৷ এতদিনে সমস্যা নজরে এসেছে ব্রিজ অ্যাডভাইজরি কমিটির। দুই উড়ালপুলের চিহ্নিত হয়েছে এমন ১১টি জায়গা, যেখানে দীর্ঘদিন জমে থাকছে জল। সেতু বাঁচাতে কেএমডিএ-কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে অ্যাডভাইজরি কমিটি। সমস্যার কথা মেনে নিয়েছে কেএমডিএ-ও। তাদের সাফাই, বর্ষা পাত্তারি গোটালেই শুরু হবে সেতু সংস্কার। কেন জল জমছে, তা খতিয়ে দেখে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থাও।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।