#কলকাতা: মাঠে নামলেন ময়দানের প্রথম ব্লেড রানার ক্রিকেটার। এক্সেলসিয়ার্সের হয়ে খেলার সময়ে পথ দুর্ঘটনায় পা হারান। ১১ বছর পর সেই এক্সেলসিয়ার্সের হয়ে সিএবি দ্বিতীয় ডিভিসন টি-টোয়েন্টিতে খেললেন শুভ্র জোয়ারদার।
১১ বছর আগে এক দুর্ঘটনা কেড়ে নিয়েছিল ডান পা। ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় পা হারান শুভ্র জোয়ারদার। তারপর কয়েকবছর স্বপ্নগুলোকে ঘরবন্দি করেই রেখেছিলেন। মনের জোরে ফের মাঠে ফেরেন। তবে সেবার ছিল প্রতিবন্ধী ক্রিকেট। সাফল্যের পাশাপাশি জুটেছিল ভারতীয় দলের নেতৃত্বও। কয়েকমাস আগে সিএবি সচিব অভিষেক ডালমিয়া শুভ্রকে মূল ধারার ক্রিকেটে ফেরার পরামর্শ দেন। অভিষেকের অনুপ্রেরণায় ফের নতুন করে ভাবনা। তাঁর আবেদন পেয়ে সিএবিও অনুমতি দেয় খেলার।
এক্সেলসিয়ার্সের হয়ে খেলার সময়ে ঘটেছিল দুর্ঘটনা। তাই সেখান থেকেই আবার শুরু করতে চেয়েছিলেন শুভ্র। শনিবার সেই স্বপ্ন পূরণ হল শুভ্রর। এক্সেলসিয়ার্সের হয়ে সিএবি দ্বিতীয় ডিভিসন টি-টোয়েন্টিতে নামলেন তিনি। বিপক্ষ অধিনায়কের অনুমতিতে রানার্স নিয়ে খেলেন ময়দানের প্রথম ব্লেড রানার ক্রিকেটার। তবে থামতে হল ১৩র গেরোয়। শুভ্রর এই লড়াইকে কুর্নিশ জানাই আমরাও...