#কলকাতা: ‘‘খুনের রাজনীতি করে বাংলাকে গুজরাত হতে দেব না।’’ ক্যানিংয়ের খুনের ঘটনায় বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক ফিরহাদ। তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ তিন খুনে বিজেপির দিকে আঙ্গুল তুললেন ফিরহাদ।দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এ তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ তিন জনকে বৃহস্পতিবার দিনের আলোয় গুলি করে ও কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘‘খুনের রাজনীতি বিজেপি করছে। বাংলাকে গুজরাত বানাবার চেষ্টা করছে, সেটা আমরা হতে দেব না।’’ পোড় খাওয়া এই তৃণমূল নেতা বলেন, ‘‘এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি করছি।’’
মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে শিক্ষা কনভেনশনে বক্তব্য রাখার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম। চেতলা অহীন্দ্র মঞ্চে শিক্ষা কনভেনশনের সঙ্গে সঙ্গে একুশে জুলাই প্রস্তুতি সভাও করেন মাদ্রাসার শিক্ষকেরা।
আরও পড়ুন : একুশে জুলাই এর মঞ্চে বড় চমক! নজরে অধ্যাপক, শিক্ষকরাও
শিক্ষা কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বাম আমলে মাদ্রাসা শিক্ষার সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন। তিনি বলেন, ‘‘ বামফ্রন্ট সরকারের মনোভাব ও মন্তব্যের প্রতিবাদে লড়াই আন্দোলন করেছিলেন মাদ্রাসার শিক্ষকেরা। সেই আন্দোলনে আমিও সঙ্গী হয়েছিলাম। এখন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে মাদ্রাসা শিক্ষা অনেক উন্নত হয়েছে। সরকারের দৃষ্টিভঙ্গি পাল্টেছে।’’ এই মঞ্চ থেকে মাদ্রাসার শিক্ষকদের ফিরহাদ আহ্বান করেন, ‘‘শুধু ধর্মীয় শিক্ষা নয়, বা শুধু কারিগরি শিক্ষা নয়, ছাত্রদের এমন করে তৈরি করুন যিনি হবেন ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের প্রতীক।’’
আরও পড়ুন : শুক্রবার ফের বাড়ল সংক্রমণ, রাজ্যে করোনা পজিটিভ প্রায় ৩ হাজার
এ দিন চেতলার অহিন্দ্র মঞ্চে মাদ্রাসা শিক্ষকদের শিক্ষা কনভেনশনের সঙ্গে একুশে জুলাই- এর প্রস্তুতি বৈঠক করা হয়। সেখানেও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম দেশে বিজেপি শূন্য সরকারের ডাক দেন। উল্লেখ্য, ২১-র সমাবেশের প্রচার করার জন্য একটি বৈঠক আয়োজন করে ক্যানিং-র গোপালপুরে তৃণমূল পার্টি অফিসেও। ওই বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাঝি।
সঙ্গে ছিলেন ভূতনাথ প্রামাণিক এবং ঝন্টু হালদার নামে দুই বুথ সভাপতি।যাওয়ার সময় দুষ্কৃতীরা পথ আটকে তিনজনকে খুব কাছ থেকে গুলি করে। এর পর তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে দাবি স্থানীয়দের। তাঁদের দাবি মাটিতে লুটিয়ে পড়ার পরে দুষ্কৃতীরা মাথা কাটার চেষ্টা করছিল। এই ভয়াবহ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছাড়ায়। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম বহরমপুরে ইন্দিরা গান্ধীর মূর্তি ভাঙার সমালোচনা করেন। তিনি বলেন, ‘‘রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস সমস্ত মনীষীদের সম্মান জানায়। যে বা যারাই এই ধরনের কাজ করে থাকুক, সেটা কোনমতেই সমর্থনযোগ্য নয় এবং শাস্তিযোগ্য অপরাধ। প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে।’’
BISWAJIT SAHAনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Firhad Hakim