#কলকাতা: কলকাতা পুরসভা ভোটের (Kolkata Municipal Election) ময়দান সরগরম। শুরু হয়ে গেছে জমজমাট প্রচার অভিযান। যুযুধান দুই দলের প্রাথীতালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়ে গিয়েছে প্রচার পর্ব। চলছে মনোনয়ন (Nomination) পর্ব। সোমবারই কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম (Firhad Hakim), আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন। সঙ্গে ছিলেন স্ত্রী ও মেয়ে। মনোনয়নের আগে চেতলা থেকে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মিছিলও করেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
আরও পড়ুন: ওমিক্রন নিয়ে সতর্কতা তুঙ্গে, এবার রাজ্যেও কড়া নজরে 'ঝুঁকিপূর্ণ' দেশের নাগরিকরা...
রবিবার থেকেই চত্বরে প্রচারে পা বাড়িয়েছেন ফিরহাদ হাকিম। মেয়েকে সঙ্গে নিয়ে ৮২ নম্বর ওয়ার্ড থেকে পুরভোটের প্রচার রবিবারেই শুরু করেন রাজ্যের মন্ত্রী তথা উক্ত ওয়ার্ডের প্রার্থী ফিরহাদ হাকিম। পুরসভার ওয়ার্ড ঘুরে স্থানীয় মানুষদের সঙ্গে জনসংযোগ করেন তিনি।
I've always been Of the People, By the People & For the People and I can't thank my family & each home in Ward 82 enough for always staying beside me and my leader @MamataOfficial for placing her faith on me. pic.twitter.com/dDusVeVWVu
— FIRHAD HAKIM (@FirhadHakim) November 29, 2021
প্রচারে নেমে ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, “২৫ বছর ধরে আমি এই ওয়ার্ডের কাউন্সিলর আছি। এই এলাকা থেকেই আমার রাজনীতি শুরু। এখানকার মানুষেরা কখনো আমাকে ফেরাননি। এখানে আমার সঙ্গে কারোর লড়াই নেই, এখানে প্রতিবছর মার্জিন বাড়ানো নিয়ে নিজের সঙ্গেই লড়াই।”
পাশাপাশি এদিন তিনি সাফ জানিয়েদেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতের কথা মাথায় রেখে নতুন প্রার্থীদের সুযোগ দিয়েছেন। সারা জীবন তো আমরা থাকবো না। আমরা যা এক্সপিরিয়ান্স গ্যাদার করেছি, সেটা পরের প্রজন্মকে হাতে ধরে শিখিয়ে দিয়ে যাব। আমরা না থাকলেও আমাদের আদর্শ থাকবে সারাজীবন। এটাই আমার কাছে আনন্দের।”
আরও পড়ুন: ত্রিপুরায় শক্তিবৃদ্ধিতে খুশির জোয়ার? 'সাগর কিনারে' খোশমেজাজে কুণাল ঘোষ! ভাইরাল ভিডিও
প্রসঙ্গত, তৃণমূলে টিকিট না পাওয়া কাউন্সিলরের সংখ্যা মোট ৩৮। আর এই কাউন্সিলরদের টিকিট না পাওয়ার কারণও প্রচারে নেমে স্পষ্ট করেছেন প্রাক্তন মেয়র তথা বিদায়ী পুরবোর্ডের পুরপ্রশাসক তথা পুরভোটের প্রার্থী ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই প্রার্থী তালিকায় বাদ পড়ে দুই বিদায়ী কাউন্সিলর কংগ্রেসের প্রতীকে ভোটে দাঁড়াচ্ছেন। এই সংক্রান্ত প্রশ্নের জবাবে ফিরহাদ বলেন, ‘‘কংগ্রেস সম্পর্কে এখন যত কম বলা যায় ততই ভাল। সমীক্ষায় যাঁরা জনসমর্থন হারিয়েছেন, দল তাঁদেরই প্রার্থী করেনি। আসলে তাঁদের মানুষের সঙ্গে কোনও যোগাযোগ নেই। মানুষ যাঁদের উপর রেগে আছেন বা যাঁরা ঔদ্ধত্যপূর্ণ আচারণ করেছেন, তাঁদের বাদ দেওয়া হয়েছে।’’
আরও পড়ুন: ডাক্তার-মোক্তার-শিক্ষক! পুরভোটে বিজেপির প্রার্থী তালিকায় একগুচ্ছ চমক...
ফিরহাদ হাকিম আরও বলেন, ‘‘কংগ্রেস এখন তৃণমূলের যাঁরা টিকিট পাননি, তাঁদের প্রার্থী করছে। তা হলে বোঝাই যাচ্ছে, কংগ্রেস কী ভাবে বেঁচে থাকতে চাইছে। তাই যাঁরা কংগ্রেসে যাচ্ছেন, তাঁরা ল্যাংড়া প্লেয়ার। আমাদের সাইডলাইনে ফেলে দেওয়া প্লেয়ার নিয়ে ওরা মাঠে নামতে চাইছে।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Firhad Hakim, KMC Elections 2021, Kolkata Municipal Corporation Elections 2021, Trinamool Congress